আপু, আপনি যে ফ্রিজে পাকা আম রেখে মাখা তৈরি করেছেন, সেটা একদম নতুন অভিজ্ঞতা।আমি কখনোই ফ্রিজের পাকা আম দিয়ে মাখা খাইনি, তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এটা একদম মজাদার হবে। মিষ্টি পাকা আমের মাখা এমনভাবে তৈরি করার জন্য ধন্যবাদ, এরকম নতুন পদ্ধতি শেয়ার করার জন্য। আগামীতে অবশ্যই চেষ্টা করে দেখব।
এবার থেকে ফ্রীজে পাকা আম সংরক্ষণ করে রেখে খাবেন ভালো লাগবে।