আপনি একদম ঠিক বলেছেন পৃথিবীতে মানুষ যেখানেই বসবাস করুক না কেন সব থেকে শান্তি কিন্তু গ্রামের ভিতরে পাওয়া যায়। আমার জন্ম গ্ৰামে গ্ৰামেই বেড়ে উঠেছি এবং শহরেও ছিলাম কয়েক বছর কিন্তু গ্ৰামের মতো শান্তি শহরে পাই নি। আসলেই গ্ৰামের সাথে শহরের তুলনায় হয় না।