ইদানিং আমরা ব্রাজিল টিমের খেলা দেখে অনেক টা হতাশার মধ্যে দিন পার করছি।ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিল টিমের ভাঙ্গন শুরু হয়ে গিয়েছে।আর এই ভাঙ্গন এর শেষ হচ্ছে না। আজকের ম্যাচটি দেখে মনে করছিলাম, হয়তো ব্রাজিল টিম আজকে জিতবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ মেষ ড্রো হয়ে যায়।