কচু ভর্তা এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি।তবে, কচুর ভাজি বেশ কয়েকবার খাওয়া হয়েছে। আপনি দেখছি আজকে মান কচু ভর্তা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি মান কচু ভর্তা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছে। আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে এতো সুন্দর একটি ভর্তা রেসিপি সম্পন্ন করেছেন। ভর্তা রেসিপি টি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছিল।
মান কচু খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।