ভ্রমণ পোস্ট: হঠাৎ করে একদিন বন্ধুরা সহ নাগেরহাট ব্রিজে ঘুরতে যাওয়া
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০৪ ই নভেম্বর ২০২৪ ইং
ঘোরাঘুরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে। আসলে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করলে মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে।আমি সব সময় চেষ্টা করি বন্ধু বান্ধবীদের নিয়ে সব সময় ঘোরাঘুরি করার।আর কোথাও ঘুরতে গেলে আমি বন্ধুদের কে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তবে, আমি আমার রক্তের সম্পর্কের মানুষের থেকে ও বেশি সময় দেই আমার বন্ধুদের। কেননা, আমার বন্ধুরা রক্তের সম্পর্কের চেয়েও বেশি ঘনিষ্ট হয়ে গিয়েছে। যাইহোক, নাগেরহাট ব্রিজ আমাদের এলাকার মধ্যে অন্যতম একটি ব্রিজ।আর আমাদের এলাকার বেশিরভাগ মানুষ এই ব্রিজের সাথে বেশ পরিচিত। কেননা, এই ব্রিজের পরিবেশ টি অনেক বেশি সুন্দর।
এই নাগেরহাট ব্রিজ টি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট বাজারের সাথেই অবস্থিত।আর এই ব্রিজ যমুনাশ্বরী নদীর উপর নির্মিত সেতু। আমাদের এলাকার মধ্যে বেশ কয়েকটি বড় বড় সেতু রয়েছে, তার মধ্যে অন্যতম সেতু হচ্ছে যমুনাশ্বরী সেতু। ঘোরাঘুরি করার জন্য এই ব্রিজের আশেপাশে খুবই সুন্দর সুন্দর জায়গা রয়েছে। মাঝে মাঝে অনেকেই এই সেতু দেখার জন্য ঘুরতে আসেন। তবে, বিশেষ দিন যেমন, ঈদের দিন, পূজার দিন, পহেলা বৈশাখের দিন ইত্যাদি দিনের মধ্যে এই ব্রিজের মধ্যে বেশ ভালোই ভিড় লেগে যায়। এছাড়াও ও অনেক সময় বিকাল বেলা অনেক বেশি ভিড় লেগে যায়। প্রায় বেশির ভাগ সময় এই ব্রিজের মধ্যে অনেক মানুষ ঘুরতে আসেন।
আমরা সেদিন হঠাৎ করে এই ব্রিজের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। আসলে আমাদের আগে থেকেই তেমন কোন পরিকল্পনা ছিল না। আমরা সেদিন কলেজ গিয়েছিলাম একটি কাজের জন্য, কিন্তু কলেজের মধ্যে অল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যায়।তাই আমরা ভাবলাম যে আজকে কোথাও ঘুরতে যাবো। পরবর্তীতে আমরা এই নাগেরহাট ব্রিজের সন্ধ্যান পেয়ে গেলাম।আর এই নাগের হাট ব্রিজ টি আমাদের কলেজের একদম পাশেই ছিল। যাইহোক, আমরা নাগের হাট ব্রিজের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য আমাদের কলেজ থেকে বের একটি রিকশা ঠিক করে নিলাম। রিকশা ওয়ালা মামা আমাদের কে অল্প কিছু সময়ের মধ্যে নাগের হাট ব্রিজের মধ্যে এসে নামিয়ে দেয়।
ব্রিজে গিয়ে দেখতে পারলাম, ব্রিজের মধ্যে তেমন একটা মানুষ নেই।আর আমরা একদম দুপুর সময়ে গিয়েছিলাম এই ব্রিজের মধ্যে।আর সেদিন বেশ ভালোই রোদ ছিল।তাই তখন তেমন একটা লোক ছিল না ব্রিজের মধ্যে। নদীর মধ্যে ও বেশ ভালোই পানি ছিল।সব মিলিয়ে ব্রিজের দৃশ্য টি দেখতে বেশ সুন্দর লাগছিল।আর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে এতো সুন্দর একটি ব্রিজ দেখতে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক জেলেরা নৌকায় করে মাছ ধরছিলেন, তাদের মাছ ধরার দৃশ্য দেখতে ও অনেক বেশি ভালো লাগছিলো আমার। নদীর দুই পাশে ছিল বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছপালা।আর এই গাছপালা গুলোর জন্য নদীটি অনেক বেশি সুন্দর লাগে।
আমরা ব্রিজের চারদিকে ঘোরাঘুরি করছিলাম। বন্ধু বান্ধব সহ ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিলো।আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে। তবে, আমরা বেশি সময় ধরে এই ব্রিজের মধ্যে ঘোরাঘুরি করতে পারিনি। কেননা, সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল। আর এই রোদের মধ্যে ঘোরাঘুরি করা অনেক বেশি কষ্টকর।তাই আমরা অল্প কিছু সময়ের মধ্যে ঘোরাঘুরি শেষ করে বেশ কিছু ছবি উঠিয়ে ছিলাম।এই অল্প সময়ের মধ্যেই ব্রিজের চারদিকে বেশ ভালোই ঘোরাঘুরি করা হয়েছে এবং অনেক সুন্দর একটি সময় উপভোগ করতে পেরেছি। আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসি। খুবই সুন্দর একটি দিন কেটেছে সেদিন আমার।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।আর আপনারা নিশ্চয়ই বন্ধুরা মিলে দারুণ সময় পার করেছেন ব্রিজের উপর।নদীর ফটোগ্রাফি ও জাল ধরার দৃশ্যগুলি অনেক সুন্দর ছিল।ধন্যবাদ ভাইয়া।
বন্ধুদের সাথে আপনার ঘোরাঘুরির গল্প পড়ে বেশ ভালোই লাগলো। মাঝেমধ্যে সবকিছু ছেড়ে বেরিয়ে পড়তে পারলে অনেকটা অক্সিজেন নিয়ে নেওয়া যায়। আপনারও নিশ্চয়ই সেরকমই অনুভূতি হয়েছে। নৌকার ছবিগুলো বেশ সুন্দর তুলেছেন। ব্রিজের ছবিটাও ভালো লেগেছে।
ভাই আপনার ব্লগ টা পড়ে এই নাগেরহাট ব্রিজ টির সম্পর্ক অনেক কিছু জানতে পারলাম। অনেক সুন্দর পোস্ট