প্রিয় @rme দাদার জন্মদিন উপলক্ষে আমার কিছু কথা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার,০৭ ডিসেম্বর ২০২৩ ইং
প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি প্রিয় দাদার জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেরি করে ফেলেছি, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমরা ইতোমধ্যে সকলেই অবগত আছি যে, গত ০৫/১২/২০২৩ ইং তারিখে আমাদের সকলের প্রাণ প্রিয় @rme দাদার শুভ জন্মদিন ছিল। ইতোমধ্যে কমিউনিটির অনেক ভেরিফাইড ইউজার, মডারেটর এবং কমিউনিটি অ্যাডমিন সহ অনেকেই দাদা কে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
@rme দাদা শুধু 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির ফাউন্ডার নন, তিনি 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির সকল ব্যবহারকারীদের কাছে একজন ভালোবাসার মানুষ। তাকে আমি প্রায় একবছর আগে থেকে চিনি এবং জানি।এই এক বছরে তার মাঝে অনেক গুনাবলী দেখতে পেরেছি। তিনি সর্বদা কমিউনিটির ব্যবহারকারীদের চিন্তা করে কাজ করেন, তিনি কখনো নিজের চিন্তা করেন না। দাদা সর্বদা কমিউনিটি মেম্বারদের জন্য দিনরাত আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কখনো তিনি থেমে যাননি।
দাদা আমাদের প্রত্যেক কে এই অল্প সময়ে যা দিয়েছেন ,সেই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। দাদাকে দেয়ার আমাদের কাছে তেমন কিছুই নেই। আমাদের দেয়ার মতো আছে শুধু দোয়া এবং ভালোবাসা।দাদা কঠোর পরিশ্রম করে আমার বাংলা ব্লগ' কমিউনিটি কে স্টিমিট প্লাটফর্মে বিশ্বের প্রথম স্থানে অধিকৃত করেছেন, শুধু মাত্র আমাদের সকলের প্রাণপ্রিয় @rme দাদার জন্য এটা সম্ভব হয়েছে।দাদা হচ্ছে আমাদের সকলের কাছে একজন ভালোবাসার পাত্র, আমরা কোনদিন ও দাদাকে ভুলতে পারবো না।
যেহুতু দাদাকে দেয়ার মতো আমাদের কাছে তেমন কিছুই নেই, তাই আমরা প্রত্যেকেই দাদার জন্য দোয়া এবং আশির্বাদ করবো, যাতে করে দাদা এবং দাদার ছোট পরিবারের সামনের জীবন আরো সুন্দর সুখীময় হয়।
শুভ জন্মদিন প্রিয় @rme দাদা।
দোয়া এবং আশির্বাদ করি আপনার আগামী দিন আরো সুন্দর ও সুখময় হোক।
ভালোবাসা নিবেন দাদা।
Vote@bangla.witness as witness
আমাদের সকলের প্রিয় দাদার জন্মদিন উপলক্ষে আপনি সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তার প্রতি অনুগত্য প্রকাশ করে আপনার ধারণা এবং মতামত প্রকাশ করেছেন খুবই ভালো লাগলো আপনার এই অসাধারণ ব্লগটি।
আমাদের প্রিয় দাদার শুভ জন্মদিন উপলক্ষে আপনার লেখা কথাগুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এটা সত্য যে আমরা আমাদের প্রিয় দাদার ঋণ কখনোই শোধ করতে পারবোনা। তাই অবশ্যই আমরা প্রাণ ভরে এবং মন ভরে সৃষ্টিকর্তার নিকট আমাদের প্রিয় দাদার জন্য দোয়া করবো। অনেক সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।