NFT (Non Fungible Token) কী? || NFT সম্পর্কে বিস্তারিত আলোচনা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ১৪ ই নভেম্বর ২০২৪ ইং
এন এফ টি এর পুরো নাম (নন ফানজিবল টোকেন। বর্তমান সময়ে ক্রিপ্ট কারেন্সি মার্কেটের মধ্যে এন এফ টি ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এন এফ টি এর মাধ্যমে ক্রিপ্ট কারেন্সি মার্কেট থেকে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে, NFT টা মুলত কী, আর এর মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা যায়। এন এফ টি মূলত হচ্ছে নিজের কোন সম্পদ ক্রিপ্ট কারেন্সি ব্লকচেইনের মাধ্যমে রাখাকেই নন ফানজিবল টোকেন বা এন এফ টি বলে। যদি আমরা আরো সহজ ভাষায় বলি, তাহলে কোন একটি পর্ণের ডিজিটাল মালিকানা হচ্ছে নন ফানজিবল টোকেন বা এন এফ টি।
Web 3.0 এর জগতে এন এফ টি এর চাহিদা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আশা করছি। অতীত কালে এই এন এফ টি শুধু মাত্র অল্প কিছু সংখ্যক ক্রিপ্ট কারেন্সি নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম। কিন্তু কালক্রমে ইন্টারনেটের অগ্ৰগতির ফলে এখন ক্রিপ্ট কারেন্সির মধ্যে বেশ অনেক গুলো ব্লকচেইন নেটওয়ার্ক চলে এসেছে। এখন প্রায় প্রতিটি ব্লকচেইন নেটওয়ার্কের মধ্যে এন এফ টি রয়েছে। একটি ব্লকচেইন নেটওয়ার্ক ব্যবহার করে অনেক গুলো এন এফ তৈরি করা যায় এবং তা ব্যবহার ও করা যায়। আমরা চাইলে আমাদের সকলের প্রিয় স্টিমিট ব্লকচেইন কে কেন্দ্র করে যে কোন ধরনের এন এফ টি তৈরি করতে পারবো।
সাধারণত বাস্তব জগৎ-এর যেকোন কিছু টোকেনাইজিং করে এটি NFT তে রূপান্তর করে বেচা-কেনা করা হয়। অর্থাৎ কোন একটি পণ্যর ডিজিটাল মালিকানা দলিল হচ্ছে NFT।এখন হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে, কিভাবে এন এফ তৈরি করা যায়? আমরা চাইলে বিভিন্ন জিনিসের উপর এন এফ টি তৈরি করতে পারবো। যেমন, আর্ট, ছবি ( যে কোন ধরনের দৃশ্য), মীমীস এবং আরো বিভিন্ন ধরনের টপিক নিয়ে এন এফ টি তৈরি করা যায়। আমরা চাইলে আমাদের মনের মতো কোনো কিছু নির্বাচন করে এন এফ টি তে রুপান্তরিত করতে পারবো।এন এফ তৈরি করা একেবারেই সহজ।আমি পরবর্তী কোন পোস্টের মাধ্যমে এন এফ টি তৈরি করার টিউটোরিয়াল শেয়ার করবো।
বর্তমান সময়ে বিশেষ করে ইথিরিয়াম নেটওয়ার্কের এন এফ টি নেটওয়ার্কের প্রচলন একটু বেশি। এছাড়াও কম বেশি বাকি সব নেটওয়ার্কের এন এফ টি রয়েছে। এছাড়াও Matic নেটওয়ার্কের এন এফ টি বেশ ভেলুয়েবল এন এফ টি। বেশ কিছু দিন আগে Matic নেটওয়ার্কের মধ্যে একটি এন এফ টি এসেছিল, তার নাম ছিল lens protocol । এই এন এফ টি অল্প কিছু সময়ের মধ্যে পুরো ক্রিপ্ট কারেন্সি মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং এর প্রাইস ও অল্প কিছু সময়ের মধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছিল। আসলে অন্যান্য সব টোকেনের মতো এন এফ টি এর প্রাইস ও উঠা নামা করে থাকে। আমরা আশা করছি আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা দাদা পুস কয়েন প্রজেক্ট কে নিয়ে একটি মার্কেটপ্লেস তৈরি করবেন, আমরা এই মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের বাই এবং সেল করতে পারবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
নন ফানজিবল টোকেন তথা এন এফ টি কে নিয়ে ভিতরের কিছু কথা আমাদের মাঝে খুবই সহজ ভাষায় উপস্থাপন করেছেন। প্রত্যেকটা বিষয়কে এত সহজ ভাবে উপস্থাপন করতে দেখে খুবই ভালো লাগলো। কেউ চাইলে এন এফ টি কেও তাদের ইনকামের সোর্স করে তুলতে পারে। কেননা এটি বেশ লাভজনক। যাই হোক এন এফ টি কে কেন্দ্র করে খুবই সুন্দর কিছু কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।