হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখতে যাওয়া।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ফটোগ্রাফী শেয়ার করবো ।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


বাংলাদেশের দিনাজপুর জেলার বাশেরহাট এলাকায় অবস্থিত এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।এটি বাংলাদেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং উত্তর বঙ্গের মধ্যে একটি সেরা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। উত্তর বঙ্গের প্রত্যেকটি মানুষ এই বিশ্ববিদ্যালয়ের সাথে সুপরিচিত।এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের থেকে জানতে পারা যায় যে বাংলাদেশের সব চেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন।আর এই বিশ্ববিদ্যালয়টি উত্তর বঙ্গের সর্ব প্রথম একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আমাদের উত্তর বঙ্গের প্রত্যেকটি মানুষের গর্ব।এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে আমি ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর করে একটি প্রতিষ্ঠান তৈরি করার জন্য।

RIYAN_20230610_113429_👫Vivid Color .jpg

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢুকার জন্য বড় বড় দুটি গেট রয়েছে। আমরা দুই নাম্বার গেইট দিয়ে ভিতরে প্রবেশ করলাম।গেইটটি দেখতে অনেক সুন্দর এবং উজ্জ্বল। এছাড়াও গেইটের কারুকার্য আমাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগছে। গেইটের উচ্চতাও অনেক বেশি।তাই একটু বেশি সুন্দর লাগে। আমরা ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম একপাশে বিশাল একটি লিচুর বাগান।এই লিচুর বাগান থাকা স্বাভাবিক, কেননা দিনাজপুর জেলায় লিচু অনেক বিখ্যাত।তার পর লিচু বাগানের সাথে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ,এই ফুলের গাছ গুলো মূলত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়েছে।

Screenshot_2023-06-19-14-24-09-691-edit_com.miui.gallery.jpg

তারপর আমরা কিছু দুর হাঁটলাম, পথিমধ্যে আমরা অনেক গুলো বড় বড় ভবন দেখতে পেলাম। ভবন গুলো থেকে বিভিন্ন ধরনের বক্সের শব্দ আসতেছে। আমরা সকলেই বুঝতে পারলাম যে এই ভবন গুলোতে ক্লাস চলতেছে। ভবন দেখতে অনেক সুন্দর।এই ভবন গুলোর ডিজাইন অন্যান্য ভবন থেকে পুরোপুরি ভিন্ন। ভবন গুলোতে কোন ধরনের রংয়ের কাজ নেই, এমনিতেই অনেক বেশি সুন্দর।এই ভবন গুলোর নিশ্চয়ই বাহিরের কোন দেশের শিল্পি দ্বারা সম্পর্ণ করা হয়েছে।

RIYAN_20230610_114010_👫Vivid Color .jpg

এই ভবন টি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন।এটি একটি দশ তলা বিশিষ্ট একটি বিশাল ভবন।এই ভবনে মূলত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ করা হয়।এই ভবনটির চারপাশ সবুজ গাছ পালার সমারোহ দ্বারা বেষ্টিত। ভবনটির চারপাশ মনোরম পরিবেশে আকৃষ্ট করে তুলেছে। ভবনটির চারপাশ বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে ভবনটির সৌন্দর্য বৃদ্ধি করেছেন।এই ভবনটি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব চেয়ে বড় ভবন। ভবনটির সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ।



RIYAN_20230610_120933_👫Vivid Color .PORTRAIT.jpg


সবাইকে অনেক অনেক ধন্যবাদ

CategoryVisiting
DeviceRedmi 10C
Camera48 MP
Photographer@riyadx2
LocationDinajpur, Bangladesh


nckd1p.jpg

Sort:  
 2 years ago 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রথমেই প্রবেশ করার গেট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই গেটের উপর অনেক রকম কারো কাজ করা হয়েছে যার কারণে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আর এটা জেনে ভালো লাগলো যে ভেতরের সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে ফুলগাছ থাকলে পরে আশেপাশের পরিবেশ সবসময় সুন্দর দেখায়। আপনাদের সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জী ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

এইগুলো অবশ্য শিক্ষার সফরের অন্তর্গত। বন্ধুদের সাথে যদি এমন নতুন কোন স্থানে ঘুরতে যাওয়া যায় এবং নতুন স্থান সম্পর্কে ধারণা লাভ করা যায় তাহলে অনেক কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব এবং মনের মধ্যে অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয়। যাইহোক নতুন স্থান সম্পর্কে ধারনা দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো আমার

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.032
BTC 89761.72
ETH 2249.86
SBD 0.87