ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ১১ ই নভেম্বর ২০২৪ ইং
ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত শ্বেতদ্রণ ফুল গাছের ফটোগ্রাফি। এই ফুল গাছ গ্ৰাম এলাকা গুলোর মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়। তবে, এলাকা ভিত্তিক এই ফুল গাছের নাম বিভিন্ন নামে পরিচিত। তবে, এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে শ্বেতদ্রণ ফুল গাছ।এই গাছ গুলো জঙ্গল এবং রাস্তার দুই ধারে হয়ে থাকে।আর এই গাছ গুলো একদম অযত্নে বেড়ে উঠে।গাছ গুলো এক থেকে তিন ফিট পর্যন্ত উচ্চতা হয়।আর শরতকালে এই ফুল গাছ গুলোর মধ্যে ফুল আসে। আপনাদের এলাকায় এই ফুল গাছ গুলো কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত ধানের শীষের ফটোগ্রাফি। বর্তমান সময়ে বাংলার প্রতিটি মাঠে ঘাটে সোনালী ধান ক্ষেতে ভরপুর।আর এই সোনালী ধান ক্ষেতের দৃশ্য গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে, এই সোনালী ধানের শীষ গুলো ছুঁয়ে দেখতে পারলে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই প্রতিনিয়ত এই ধরনের সৌন্দর্য উপভোগ করছেন।আমি এই ধানের শীষের ফটোগ্রাফি টি আমাদের ধান ক্ষেত থেকে সংগ্রহ করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত একটি ফুলের ফটোগ্রাফী। এই ফটোগ্রাফি টি আমি আমাদের মাঠের একটি নালা থেকে সংগ্রহ করেছি।এই ফুল টি দেখতে কিছুটা কাশফুলের মতোই।আর এই ফুলের গাছ টি কাশফুলের মতোই। তবে, কাশফুলের রং একটু ভিন্ন কাশফুলের ফুলের থেকে। তবে, আমি মনে করি এই কাশফুলের ভিন্ন প্রজাতির একটি ফুল। এই ফুলের গাছ গুলো নদী নালা খাল বিল ইত্যাদির মধ্যে দেখতে পাওয়া যায়। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত যমুনাশ্বরী নদীর ফটোগ্রাফি।যমুনাশ্বরী নদী বাংলাদেশের বড় নদী গুলোর মধ্যে একটি। এটি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে বিরাজমান। বেশ কিছু দিন আগে আমি বদরগঞ্জ উপজেলা যাওয়ার পথে এই ফটোগ্রাফি টি ধারণ করেছিলাম। তবে, যখন আমি এই ফটোগ্রাফি টি ধারণ করেছিলাম, তখন নদীর মধ্যে বেশ ভালো পরিমাণে পানি ছিল কিন্তু বর্তমান সময়ে আর তা নেই। এটি আমাদের রংপুর জেলার মধ্যে একটি বড় নদী।
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত ধান ক্ষেতের ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর আরো বেশি কয়েকটি দেশের মধ্যে প্রতিটি মাঠে ঘাটে সোনালী ধান ক্ষেতে ভরপুর হয়ে গিয়েছে।আর সোনালী ধান ক্ষেতের মাধ্যমে মাঠের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পেয়েছে। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকি, তারা হয়তো প্রত্যেকেই প্রতিনিয়ত এমন সৌন্দর্য উপভোগ করতে পারছি। আসলে এরকম সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোই লাগে।ধান ক্ষেতের ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
এলোমেলো ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে সত্যিই চমৎকার লাগে। ফটোগ্রাফে এক ধরনের আর্ট। ধৈর্য সহকারে ফটোগ্রাফি করতে করতে একদিন খুব ভালো ফটোগ্রাফার হওয়া সম্ভব। ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে।
শ্বেতদ্রণ ফুলগুলো আগে কখনো দেখা হয়নি। খুবই সুন্দর এই ফুলগুলো। ধানের শীষের ফটোগ্রাফি এবং ধানক্ষেতের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। দক্ষতার সাথে আপনি সবগুলো ফটোগ্রাফী ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
শ্বেতদ্রণ ফুল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। যাইহোক আপনার উৎসাহমুলক মন্তব্য টি বেশ ভালো লাগলো।
আপনার প্রতিটি ফটোগ্রাফি ভালো হয়েছে। ফুল গুলো ছিঁড়ে হাতে নিয়ে ছবি তুলেছেন কি দরকার ছিল? গাছেই তো ভালো লাগে ফুল দেখতে। ছিঁড়ে যে নিলেন গাছের কষ্ট হলো না বুঝি?
গাছের ও প্রাণ আছে। তবে, পরবর্তী সময় থেকে চেষ্টা করবো না ছেড়ার জন্য।
আজকে আপনি অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন।। আপনার বিশেষ করে ধানক্ষেতের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগবে। এবং নদীর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি মাঠে ঘাটে সোনালী ধান ক্ষেতে ভরপুর হয়ে গিয়েছে।
প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে প্রথমে যে তিনটি ফটোগ্রাফি শেয়ার করেছেন সেগুলো বেশি ভালো লেগেছে।তাছাড়া অন্যান্য ফটোগ্রাফিও খুবই সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আপনার কাছে ভালো লেগেছে, জেনে খুশি হলাম আপু।
গ্রামীণ পরিবেশে সময় কাটালে অনেক ভালো লাগে। আর চমৎকার ভাবে ফটোগ্রাফি করা যায়। প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দিয়ে চমৎকার একটি ব্লগ সাজিয়েছেন। ধানের শীষের ফটোগ্রাফিটা, যমুনাশ্বরী নদীর ফটোগ্রাফিটা চমৎকার হয়েছে। নদী আমার কাছে সব সময় ভালো লাগে। নদীতে প্রচুর পরিমাণে পানিও রয়েছে। ধন্যবাদ।
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে একের পর এক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মাধ্যমে আপনার ফটোগ্রাফির দক্ষতা খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ এর মধ্যে প্রথমে আপনি যে ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷