ট্রেন ভ্রমণ: রাতের বেলা শ্যামপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট ট্রেন ভ্রমণ

in আমার বাংলা ব্লগ14 days ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১৯ ই জানুয়ারি ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে রাতের বেলা শ্যামপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাটে যাওয়ার গল্প শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


IMG_20250117_190315.jpg

ট্রেন ভ্রমণ আমার কাছে একটি নিরাপদ ভ্রমণ মনে হয়। কেননা, ট্রেন ভ্রমণে দুর্ঘটনার আশঙ্কা খুবই কম।আর বিশেষ করে অন্যান্য সব যানবাহনের মতো ট্রেন ভ্রমণে নেই কোন অস্বস্তিকর অনুভূতি।সব কিছু মিলিয়ে আমার কাছে ট্রেন ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। আসলে সচরাচর ট্রেন ভ্রমণ করা হলে ও রাতের বেলা তেমন একটা ট্রেন ভ্রমণ করা হয় না। বেশিরভাগ সময় দিনের বেলা ট্রেন ভ্রমণ করা হয়। আসলে আমরা সেদিন রাতের বেলা ট্রেন ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে।আমি এর আগে তেমন কোন দিন ট্রেন ভ্রমণ করিনি । কিন্তু সেদিন রাতের বেলা ট্রেন ভ্রমণ করার সময় অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছিলাম। রাতের বেলা পরিবেশ একদম মনোরম থাকে, আর এই পরিবেশের মধ্য দিয়ে ট্রেন ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে।

IMG_20250117_195123.jpg

শ্যামপুর থেকে লালমনিরহাটের দুরুত্ব অনেক টা বেশি।তাই আমরা মূলত ট্রেনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সাথে আরো দুজন ছেলে ছিল। তাদের একজন ছিলেন আমার এক বন্ধু এবং অন্যজন ছিলেন আমার এক চাচাত ভাই। যাইহোক আমরা সন্ধ্যা সাতটার ট্রেনে যাওয়ার জন্য শ্যামপুর রেলওয়ে স্টেশনের মধ্যে পৌঁছে যাই। আমরা শ্যামপুর রেলওয়ে স্টেশনের মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আসলে ট্রেন টি সাতটা বাজার পরেও আসেনি। সেদিন ট্রেন টি প্রায় সাড়ে সাতটার দিকে এসেছিল। এরপর আমরা ট্রেনে মধ্যে উঠে পড়লাম। সেদিন স্টেশনের মধ্যে বেশ ভালোই ভীড় জমে গিয়েছিল।

আসলে লালমনিরহাটে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল ডঃ মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন লালমনিরহাট জেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডঃ মিজানুর রহমান আজহারীর একটি প্রোগ্রাম ছিল। সেজন্য সেদিন ট্রেনের মধ্যে মধ্যে ও বেশ ভীড় জমে গিয়েছিল। যদি ও আমরা একদিন আগে গিয়েছিলাম, তবুও অনেক বেশি ভীড় ছিল। আসলে মিজানুর রহমান আজহারীর বর্তমান সময়ের একজন আলোচিত বক্তা। যাইহোক, আমরা অল্প কিছু সময়ের মধ্যে রংপুর রেলওয়ে স্টেশনের মধ্যে পৌঁছে যাই। সেখানে গাড়া ক্রচিং করার জন্য আমাদের গাড়ি টি বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে।অপর লাইনের মধ্যে ট্রেন আসলে আমাদের গাড়িটি ছেড়ে দেয়।

IMG_20250117_203753.jpg

IMG_20250117_203706.jpg

আমি ট্রেনের জানালার পাশে বসেছিলাম। আসলে আমি ট্রেন ভ্রমণ করার সময় চেষ্টা করি জানালার পাশে বসার। কেননা, জানালার পাশে বসলে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য গুলো খুবই সুন্দর ভাবে উপভোগ করা যায়। এই বয়সে হয়তো আপনারা সকলেই অবগত আছেন।আমি রাতের বেলা ট্রেনের জানালার পাশে বসে রাতের সৌন্দর্য উপভোগ করছিলাম। সেদিন ছিল চাঁদনী রাত। রাতের আঁধারে ও খুবই সুন্দর ভাবে সব কিছু একদম সহজে দেখা যাচ্ছে। বিশেষ করে আকাশের চাঁদ গুলো খুবই সুন্দর ভাবে দেখা যাচ্ছিল।সব কিছু সৌন্দর্য খুবই সুন্দর ভাবে উপভোগ করছিলাম জানালার পাশে বসে। ট্রেন তার নিজ গতিতে চলছিল। মাঝে মাঝে আমরা গল্প করছিলাম। ভ্রমনময় সময়কে সকলেই মিলে উপভোগ করছিলাম।

IMG_20250117_225837.jpg

অল্প কিছু সময়ের মধ্যে আমরা কাউনিয়া রেলওয়ে স্টেশনের মধ্যে পৌঁছে গেলাম। সেখানে এসে রেল ক্রসিং এর জন্য আমাদের গাড়ি টি দাঁড়িয়ে গেল। ট্রেন টি দাঁড়িয়ে যাওয়ার পর ট্রেন থেকে অনেক মানুষ নামিয়ে পড়লো। আমিও নামিয়ে পড়লাম। কাউনিয়া জংশন টি অনেক বেশি সুন্দর। রাতের বেলা একটু বেশি সুন্দর লাগছিল কাউনিয়া রেলওয়ে স্টেশন টি। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের অপর লাইনে আরেকটি ট্রেন চলে আসে। এরপর আমাদের গাড়ি টি ছেড়ে দেয়। আমাদের গাড়ি টি চলতে শুরু করল লালমনিরহাটের উদ্যোশে। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গাড়ি টি লালমনিরহাট জংশন স্টেশনে পৌঁছে যায়। সেখানে ট্রেনে থাকা সকল মানুষ নামিয়ে পড়ে। কেননা, এই ট্রেনের মধ্যে সকলেই ডঃ মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য এসেছিল। এরপর আমরা ট্রেন থেকে নেমে মাহফিলের মঞ্চে চলে আসি।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

Screenshot_2025-01-19-14-41-56-514_com.android.chrome.jpg

Screenshot_2025-01-19-14-41-21-620_com.android.chrome.jpg

Screenshot_2025-01-19-14-40-41-008_com.twitter.android.jpg

 14 days ago 

আপনি অনেক সুন্দর ট্রেন ভ্রমণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ভ্রমণ পড়ে বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম। তবে সাবধানতার সাথে চলাচল করবেন ভাই রাতে। অনেক জায়গাতে মোবাইল ছিনতাই হয়।

 13 days ago 

রাত্রের মনোরম পরিবেশে ট্রেন ভ্রমনের দারুন একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে ট্রেনের জানালার পাশে বসলে নিঃসন্দেহে ট্রেন জার্নিটা আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

আসলে ট্রেন ভ্রমণ অনেক নিরাপদ আপনি একদম ঠিক বলেছেন।রাতের বেলা শ্যামপুর থেকে লালমনিরহাট ভ্রমণ করেছেন দেখে বেশ ভালো লাগছে। আসলে আমার কাছে সব কিছুতে ভ্রমণ করার চেয়ে ট্রেন ভ্রমণটা অনেক বেশি আনন্দের এবং নিরাপদ ভ্রমণ মনে হয়।যাই হোক অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.25
JST 0.038
BTC 100604.02
ETH 3135.78
SBD 3.98