সেদিন গিয়েছিলাম কচুরিপানা ফুলের রাজ্যে
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৭ ই জুলাই ২০২৪ ইং
আপনারা হয়তো কচুরিপানা ফুলের সাথে কম বেশি সকলেই পরিচিত।আর কচুরিপানা ফুল চিনে না এমন মানুষ বাংলাদেশের মধ্যে খুবই কম খুঁজে পাওয়া যাবে। তবে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা খুব ভালো ভাবেই এই ফুলের সাথে সুপরিচিত। বিশেষ করে গ্ৰামের মাঠ ঘাট এবং খাল বিলের মধ্যে বর্ষাকালে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়।আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য এবং গ্ৰামীন প্রকৃতি শেয়ার করার চেষ্টা করি। আজকে আপনাদের সাথে যে গ্ৰামীন প্রকৃতির যে সৌন্দর্য টি শেয়ার করবো, এটি বেশিরভাগ মানুষের একটি পছন্দের জায়গা। বিশেষ করে যারা শহরের মধ্যে বসবাস করে থাকেন, তাদের কাছে কচুরিপানা ফুলের সৌন্দর্য একটি অপরুপ সৌন্দর্য্যের মতোই। কিন্তু যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে কাছে কচুরিপানা ফুল এতটা সৌন্দর্যের স্থান নয়।
বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, যে আমি আমাদের মাঠের মধ্যে ঘুরতে যাবো। কিন্তু সময় সুযোগের অভাবে ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছিল না। তবে একদিন ফ্রি সময় পেয়ে ভাবলাম আজকে আমাদের মাঠ থেকে ঘুরে আসবো। মাঠে ঘুরতে যাওয়ার জন্য আমি আমার গ্ৰামের একজন আনকেল কে ফোন করলাম।সে অল্প কিছু সময়ের মধ্যে আমার কাছে চলে আসে। এরপর আমরা দুজন প্লান পরিকল্পনা করে আমাদের মাঠের মধ্যে ঘুরতে গেলাম। আসলে আমাদের মাঠ আমাদের বাসা থেকে খুব একটা কাছে নয়, প্রায় এক থেকে কিলোমিটার দূরে অবস্থিত।আর এই রাস্তার মধ্যে কোন ধরনের যানবাহন চলাচল করে না।তাই আমাদের হেঁটে হেঁটে যাওয়া ছাড়া আর কোন উপায় ছিল না। অবশেষে আমরা হেঁটে হেঁটে মাঠের দিকে এগোতে শুরু করলাম। আসলে দীর্ঘ দিন পর হাটা চলা করতে বেশ ভালোই লাগছিলো।
দীর্ঘ সময় হাটার পর আমরা চলে আসলাম আমাদের মাঠের মধ্যে। আমাদের হেঁটে আসতে প্রায় পনের থেকে বিশ মিনিট সময় লেগেছিল।আর সেদিন সারাদিন ঝিম ঝিম করে একটু বৃষ্টি পড়ছিল।আর এই বৃষ্টির মধ্যে হাটা চলা করে বেশ ভালোই লাগছিলো আমার কাছে। তবে যে কোন জায়গার মধ্যে দুজন এক সাথে হাটা চলা করলে অনেক বেশি ভালো লাগে।আর যদি হালকা বৃষ্টির মধ্যে হাটা যায়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। মাঠের মধ্যে এসে দেখতে পারলাম পুরো মাঠ জুড়ে কচুরিপানা ফুলের সৌন্দর্য ভরপুর হয়ে উঠেছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু কচুরিপানা ফুল।আর এই কচুরিপানা ফুল গুলো অনেক বেশি সৌন্দর্য নিয়ে ফুটেছে। পুরো মাঠ একদম সৌন্দর্যে ভরপুর হয়ে উঠেছে। আপনারা ফটোগ্রাফীর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, কতটা সুন্দর ফুল ফুটেছে এই মাঠের মধ্যে।
উপরের ফোটোগ্রাফির মধ্যে আপনারা যে দৃশ্য টি দেখতে পারছেন এটি মূলত কচুরিপানা কলি। এই কলি থেকেই কচুরিপানা ফুল ফুটে। তবে মাঠের মধ্যে এই ফুল গুলো সব সময় দেখতে পাওয়া যায় না। বর্ষার এই মৌসুমে মাঠের মধ্যে তেমন কোন ধরনের ফসল থাকে না বলে এই ফুল গুলো ফুটার সুযোগ পায়।আর এই ফুল গুলো কোন ধরনের যত্ন এবং পরিচর্যা ছাড়াই ফুটে। আবার যখন কৃষকেরা আমন ধান রোপণ করার জন্য মাঠের মধ্যে নেমে পড়বে তখন এই সব কচুরিপানা ফুল এক নিমিষেই শেষ করে দিবে। কেননা কচুরিপানা ধান ক্ষেতের জন্য খুবই ক্ষতিকর একটি গাছ। কচুরিপানা জমির সকল প্রকার সার খেয়ে শেষ করে। আবার অনেকেই এই কচুরিপানার গাছ গুলো মারার জন্য বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে থাকে।
আমাদের কাছে এই কচুরিপানা ফুল একটি সৌন্দর্য মনে হলেও, প্রতিটি কৃষকের কাছে এই কচুরিপানা ফুল একটি আগাছা মনে হয়। আপনারা চাইলে আমাদের মাঠের এই কচুরিপানা ফুলের সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। আমরা দুজন সেদিন পুরো মাঠের মধ্যে ঘোরাঘুরি করেছি এবং কচুরিপানা ফুলের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি। আসলে কচুরিপানা ফুলের মধ্য দিয়ে হাটা চলা করতে বেশ ভালোই লাগে আমার কাছে। তবে প্রতিটি জমিতে সমান ভাবে এই কচুরিপানা ফুল গুলো ছিল না। কিছু কিছু জমিতে একটু বেশি ছিল, আবার কিছু কিছু জমিতে একটু কম ছিল এই কচুরিপানা ফুল। তবে সব মিলিয়ে দূর থেকে অনেক বেশি সুন্দর লাগছিল এই কচুরিপানা ফুলের সৌন্দর্য। যদি কখনো শহর থেকে গ্ৰামের মধ্যে ঘুরতে আসছিল তখন তারা এই কচুরিপানা ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এই মাঠের মধ্যে ছুটে চলে এসেছিল।
আমার তোলা কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্ষা আসলে কচুরিপানা বৃদ্ধি পায়। আর কিছুদিনের মধ্যেই এই কচুরিপানার ফুল ফোটে। আর এই ফুলগুলো দেখতে এতটাই সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। বিশেষ করে সকালের দিকে সব থেকে বেশি সুন্দর লাগে। আপনারা দুজন মিলে মাঠের মধ্যে বেশ ঘুরাঘুরি করেছেন এবং সৌন্দর্য উপভোগ করেছেন। সব মিলে দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
আসলে আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া, সকাল বেলা এই কচুরিপানা ফুলের মধ্যে আলাদা রকম সৌন্দর্য দেখা যায়। তবে এই ফুল গুলো দেখতে বেশ দারুন লাগে।
বর্ষার সময় কুচিরিপানা ফুল গুলো ফুটে আর দেখতে চমৎকার লাগে এই ফুলগুলো।আমার বিশেষ করে কালার টা বেশি সুন্দর লাগে।সুন্দর সময় করিয়েছেন আপনি ফুলটির নিয়ে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
কচুরিপানা ফুলের কালার টি মন মাতানোর মতোই।আর দুর থেকে এই ফুল গুলো দেখতে বেশ দারুন লাগে। আর রোদের মধ্যে আরো সুন্দর লাগে এই ফুল গুলো।
কচুরিপানা ফুলের সৌন্দর্য অনেক। এই কচুরিপানা ফুল দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। আসলে বর্ষাকালে ফুলে সৌন্দর্য যেন বৃদ্ধি পায়। আর এই কচুরিপানা ফুলগুলো বর্ষাকালেই যেন বেশি দেখা যায়। দুজন মিলে কচুরিপানা ফুলের রাজ্যে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।
বর্তমান বাংলাদেশের প্রায় মাঠে ঘাটে এই কচুরিপানা ফুল ফুটেছে।আর বিশেষ করে এই ফুল গুলো বর্ষাকালে একটু বেশি দেখতে পাওয়া যায়। তবে অন্যান্য সময়ে এই ফুল গুলো বিভিন্ন ধরনের খাল বিলের মধ্যে দেখতে পাওয়া যায় ।
কচুরিপানার ফুল বেশ নান্দনিক গড়নের ফুল বলা চলে। তবে এর প্রাপ্তিস্থান গ্রাম বাংলা ছাড়া অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। শহরে যেখানে গাছপালার অভাব, সবুজায়নের দেখা পাওয়া যায় না - সেক্ষেত্রে ফুলগুলো বেশ মনোহারী ঠেকবে শহরবাসীদের জন্য।
ভালো লাগলো অনেকটা সময় নিয়ে ফুলের বৃত্তান্ত দিলেন। একটি কথার সাথে আমি একমত, কচুরিপানা স্রেফ আগাছার মতো ঝাঁপ দিয়ে থাকে। যা ক্ষেতের ফসলকে নষ্ট করে দেয়।
কচুরিপানার ফুলগুলো চমৎকার দেখতে, কিন্তু তা কৃষককূলের জন্য নয়৷
নীল রঙের এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। সবুজ কচুরিপানার ফাঁকে ফাঁকে খুব সুন্দর নীল রঙের ফুল ফুটে রয়েছে। দৃশ্যগুলো দেখে মুগ্ধ হলাম। এই ধরনের কচুরিপানা ফুল আগে দেখা হয়নি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
বর্তমানে কচুরিপানা সব জায়গায় দেখা যায়। বিভিন্ন খাল, বিল, জমিন সর্বত্রই এখন কচুরিপানার ফুল দেখতে পাই আমরা। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। এবং ফুলগুলো দৃশ্য খুব সুন্দর ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সাধারণত বর্ষার পানি যখন মাঠে আসে এই কচুরিপানার ফুল ফোটে। অসাধারণ সুন্দর লাগে এই ফুলগুলো। কী সুন্দর অযত্মে বেড়ে উঠে। কী চমৎকার এর রুপ বৈচিত্র্য। দারুণ ছিল কচুরিপানা ফুলের ফটোগ্রাফি গুলো। মাঠে এতো পরিমাণ ফুল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।
কচুরিপানা ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এরকম সুন্দর কোন জায়গায় ঘুরতে গেলে সত্যিই অনেক ভালো লাগবে। আর আপনার শেয়ার করা ফটোগুলো দেখে বোঝা যাচ্ছে জায়গাটা কতটা সুন্দর। অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর কচুরিপানা ফুলের ছবি আর তথ্যবহুল বর্ণনা সত্যিই মুগ্ধকর! আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। কচুরিপানা ফুলের সৌন্দর্য ও প্রকৃতির ছোঁয়া যেন মনকে প্রশান্তি দেয়। তবে কৃষকদের জন্য এই ফুলগুলো যে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তা জানতে পারা শিক্ষণীয়। আশা করছি, ভবিষ্যতেও এমন সুন্দর ছবি ও তথ্যবহুল পোস্ট শেয়ার করবেন। ধন্যবাদ, শুভকামনা রইলো!
[@redwanhossain]