ভ্রমণ: ঐতিহাসিক দল বাড়ি ভ্রমণ (প্রথম পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০৬ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
এই দল বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়নের মধ্যে অবস্থিত। আমাদের মিঠাপুকুর উপজেলার মধ্যে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দল বাড়ি। দল বাড়ির ইতিহাস এক বিরল ইতিহাস। আমরা এই দল বাড়ি জায়গা টির ইতিহাস সম্পর্কে তেমন একটা জানতাম না। কিন্তু বেশ কিছু দিন আগে আমাদের আমাদের গ্ৰামের একজন বৃদ্ধ লোকের কাছে থেকে শুনেছিলাম এই দল বাড়ির ইতিহাস। আমাদের এলাকায় বয়সী লোক গুলো এই দল বাড়ির ইতিহাসের সম্পর্কে অবগত। তারা কম বেশি সকলেই এই দল বাড়ির প্রতিটি ঘটনা নিজেই দেখেছিলেন। তবে, আমরা কম বয়সীর ছেলে মেয়েরা ঐতিহাসিক দল বাড়ির ঘটনা সম্পর্কে অবগত নই। যাইহোক, এই দল বাড়ির ইতিহাস আমাদের গ্ৰামের মানুষের কাছে থেকে শুনেছিলাম।
বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে, আমরা আমাদের গ্ৰামের বেশ কয়েকজন ছেলে ঐতিহাসিক দল বাড়ির মধ্যে ঘুরতে যাবো। তবে, ঘুরতে যাওয়ার সুযোগ হয়ে উঠেনি। কিন্তু গত কয়েকদিন আগে আমি আমাদের গ্ৰামের বেশ কয়েকজন ছেলে কে দল বাড়ি যাওয়ার জন্য বলছিলাম। তারা প্রত্যেকেই আমার সাথে দল বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমরা অল্প কিছু সময়ের মধ্যে দল বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়লাম। আমাদের বাসা থেকে ঐতিহাসিক দল বাড়ির দুরুত্ব ছিল প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার। আমরা সকলেই হেঁটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। অল্প কিছু সময়ের মধ্যে আমরা সকলেই একত্রিত হয়ে ঐতিহাসিক দল বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আসলে সেদিন ছিল প্রচুর পরিমাণে শীত এবং কুয়াশা।
আমরা সকলেই শীত এবং কুয়াশা কে উপেক্ষা করে ঐতিহাসিক দল বাড়ির দিকে হাঁটছিলাম। সকলেই একত্রিত হয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে।আর শীতকালে হাঁটাহাঁটি করতে একটু বেশি ভালো লাগে আমার কাছে। বিশেষ করে শীতকালে হাঁটাহাঁটি করলে শরীর একদম গরম হয়ে যায়। যাইহোক, আমরা সকলেই বেশ দারুন ভাবে হাঁটছিলাম আর গল্প করছিলাম। অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের ঐতিহাসিক দল বাড়ির মধ্যে পৌঁছে যাই। আমাদের দল বাড়ির মধ্যে পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় লেগেছিল। যাইহোক, আমরা প্রথমে দল বাড়ির বিলের দিকে চলে গেলাম। বিলের মধ্যে গিয়ে দেখলাম বিলের মধ্যে নেই কোন পানি।আর বিল গুলো মাটি দিয়ে একদম শূন্য হয়ে গিয়েছে।
আসলে এক সময় এই বিল গুলো ছিল অনেক বেশি গভীর। মানুষ এই সব জায়গায় আসতে অনেক ভয় পেত।এই দল বাড়ির প্রতিটি জায়গা ছিল অনেক বেশি ভয়ংকর।আর এক সময় এলাকার মধ্যে সব থেকে বেশি মাছ চাষ হতো এই দল বাড়ির বিলে। দল বাড়ির বিল টি আয়তনে প্রায় এক হাজার একরের ও অধিক। তবে, বর্তমান সময়ে এই দল বাড়ির বিলে অনেকেই বাড়ি তৈরি করে বাস যোগ্য করে তুলেছে। তবু ও এখনো এমন কিছু কিছু জায়গা রয়েছে, যে গুলোর মধ্যে মানুষ যেতে অনেক বেশি ভয় পায়।এক সময় এই দল বাড়ির এলাকা জুড়ে ছিল না কোন বাড়ি ঘর। কিন্তু বর্তমান সময়ে এই দল বাড়ির মধ্যে গ্ৰাম তৈরি হয়ে গিয়েছে। এখন মানুষ মিলে মিশে সেখানে বসবাস করার চেষ্টা করছে।
বর্তমান মানুষের ঘন বসতি হ ওয়ার কারণে মানুষ এখন এসব জায়গার মধ্যে এসে বসবাস করার চেষ্টা করছে। এটা আসলেই আমাদের জন্য বেশ ভালো। যাইহোক, আমরা সকলেই দল বাড়ির পুরো জায়গার মধ্যে ঘোরাঘুরি করার চেষ্টা করছিলাম। আসলে এক সময় দল বাড়ির সৌন্দর্য যেরকম ছিল, কিন্তু বর্তমান সময়ে আর তা নেই। এখন দল বাড়ির সৌন্দর্য একদম ধ্বংস হয়ে গিয়েছে।এক সব শুধু মাত্র বিল ছিল এবং বেশ কয়েকটি পুরাতন বট গাছ ছিল। এই বট গাছ গুলো এখন আর নেই। এখন আবার নতুন নতুন গাছ লাগানো হয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর স্থান ভ্রমণ করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন ভাই। একদম ইট পাথরের এলাকা ছেড়ে গ্রামীন পরিবেশ ভ্রমণ করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এমন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ভ্রমণ করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তাই।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটা স্থান ভ্রমণ করেছেন। দল বাড়ির বেলে এক সময় অনেক মাছ চাষ হতো। আসলে সময়ের ব্যবধানে অনেক কিছুর পরিবর্তন আসে। তবে ভ্রমণ পোস্টগুলোতে নিজের ছবি বা সেলফি থাকা প্রয়োজন হয় ভাইয়া। বয়স্ক মানুষদের সাথে মাঝে মধ্যে বসে গল্প করলে অনেক কিছু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এইজন্য বয়স্ক মানুষের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছেন।
রংপুরে অনেক প্রসিদ্ধ এলাকা রয়েছে সেটা আমি জানি। কিন্তু আপনার ভ্রমন করা আজকের জায়গাটির কথা এর আগে কখনো শোনা হয়নি। তবুও আপনার পোস্ট পড়ে এবং দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।