বন্ধু সহ শ্যামপুর সুগার মিল ক্লাব মাঠে আড্ডা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৭ ই অক্টোবর ২০২৪ ইং
আমি ইতিমধ্যে আপনাদের সাথে শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের মধ্যে আড্ডা দেওয়ার একটি পোস্ট শেয়ার করেছি। সেদিন আমরা শ্যামপুর সুগার মিলের মধ্যেই আড্ডা দিতেই সন্ধ্যা নেমে এসেছিল, তাই আর অন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি। শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের মধ্যে বেশ কিছু জনপ্রিয় জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লাব মাঠ।ক্লাব মাঠ টি সুন্দর লাগে আমার কাছে।আমি বেশ কয়েকবার এই মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের মধ্যে ক্লাব মাঠ ছাড়াও আরো বেশ কয়েকটি জনপ্রিয় জায়গা রয়েছে।আমি ধীরে ধীরে প্রতিটি সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।
সেদিন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। সারাদিন বাড়িতে আর তেমন একটা ভালো লাগছিল না।তাই আমি ভাবলাম আমার বন্ধু কে ডেকে নিয়ে কোথায়ও ঘুরতে যাবো। এরপর আমি আমার বন্ধু কে ফোন করে বললাম কোথাও ঘুরতে যাবো।সে অল্প কিছু সময়ের মধ্যে তার বাইক টি নিয়ে চলে আসে আমার বাসায়। এরপর আমরা ভাবলাম শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের মধ্যে ঘুরতে যাবো। কেননা, আমাদের এলাকার মধ্যে শ্যামপুর সুগার মিল ক্যাম্পাস টি অনেক বেশি সুন্দর। যার সৌন্দর্য আমি কখনো লিখে প্রকাশ করতে পারবো না। যাইহোক, আমরা বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে শ্যামপুর সুগার মিল ক্যাম্পাসের মধ্যে পৌঁছে গেলাম।
আর ঝিমঝিম বৃষ্টির দিনে একটু চারদিকে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। যারা বৃষ্টির দিনে বাইকে করে ঘোরাঘুরি করেছেন তারা হয়তো এই বিষয়ে ভালো ভাবেই অবগত আছেন।আর যারা এখন পর্যন্ত এই সুন্দর একটি সময় উপভোগ করতে পারেননি তারা অবশ্যই চেষ্টা করবেন ঝিমঝিম বৃষ্টির দিনে কোথাও ঘুরতে যাওয়ার। বিশেষ করে গ্ৰাম এলাকার মধ্যে বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে। কেননা, গ্ৰামের সবুজ শ্যামল প্রকৃতি আমাদের মন মস্তিস্ক একদম ফ্রেশ করে দেয়।আর প্রকৃতি কে উপভোগ করতে পারলেই মন মস্তিস্ক অনেক ফ্রেশ থাকে।এই বিষয়ে হয়তো আপনারা সকলেই অবগত আছেন।
আমরা প্রথমে ক্লাব মাঠের একদম মাঝ বরাবর মটরসাইকেল টি দাঁড়িয়ে মটরসাইকেলের উপর বসে পড়লাম। তখন বৃষ্টি কিছুটা কম পড়ছিল।তাই আমরা মাঠের মাঝবরাবর গিয়ে দাঁড়িয়েছিলাম। আপনারা ফটোগ্রাফি গুলো দেখলেই বুঝতে পারবেন, এখানকার পরিবেশ টা কত বেশি সুন্দর। মাঠের চারদিকে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছপালা, যা আমাদের কে অনেক বেশি স্বস্তি দেয়।আর পুরো মাঠ জুড়ে রয়েছে সবুজ ঘাস।আর এই ঘাসের উপর বসে গল্প করা একটি ভাগ্যের ব্যাপার।যা সকলের ভাগ্যে জুটে না। মাঠের একপাশে রয়েছে একটি ক্লাব ভবন।এই ভবনের মধ্যে ক্লাবের সকল ধরনের পরিচালনার কাজ করা হয়।
মাঠের দৈর্ঘ্য বিশালাকার। অন্যান্য সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের তুলনায় এই মাঠের দৈর্ঘ্য অনেক টা বড় রয়েছে।এই মাঠের মধ্যে এক সাথে কয়েক ধরনের খেলা সম্পন্ন করা যায়। বর্তমান সময়ে এই মাঠের মধ্যে প্রায় সব ফুটবল খেলা হয়। তবে, আমরা যেদিন এই মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম সেদিন বৃষ্টি থাকার কারণে কোনো ধরনের খেলা হয়নি। যাইহোক, আমি এবং আমার বন্ধু সহ এই মাঠের চারদিকে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিলো।আর ঝিমঝিম বৃষ্টির জন্য একটু বেশি ভালো লাগছিলো।মন খারাপের সময় এই ধরনের জায়গায় ঘোরাঘুরি করলে মন একদম হালকা হয়ে যায়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
এইটা সত্য কথা ভাই মাঝে মাঝে এই সব জাগায় ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় ।
হালকা বৃষ্টির মুহূর্তে বন্ধুদের সাথে বাইকে ঘুরাঘুরি করেছেন। মুহূর্তটা আপনাদের জন্য খুব সুন্দর ছিল। আসলে ছেলেরা এই বিষয়গুলো খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারে। কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা। যাইহোক আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম অনেক আনন্দের একটা মুহূর্ত ছিল আপনাদের জন্য।
ভাইয়া আপনি বন্ধু সহ শ্যামপুর সুগার মিল ক্লাব মাঠে আড্ডা দিয়ে দারুন কিছু সময় অতিবাহিত করেছেন। ক্লাব মাঠটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। চারপাশের পরিবেশটা দারুন সুন্দর। ধন্যবাদ।
বন্ধু-বান্ধবীদের সাথে আড্ডা দিতে অনেক ভালো লাগে। আপনারা ছেলেরা সবসময় এরকম আড্ডা দেওয়ার সুযোগ পান। কিন্তু মেয়েদের এরকম সুযোগ খুব একটা আসে না ভাইয়া। বন্ধুর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। শুভকামনা রইলো ভাইয়া।