সিলেট ভ্রমণ: রাতারগুল সোয়াম্প ফরেস্ট (পর্ব ছয়)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৩ ই জানুয়ারি ২০২৪ ইং
আমি ইতিমধ্যে আপনাদের সাথে সিলেট ভ্রমণের বেশ কয়েকটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা হয়তো সকলেই সেসব পর্ব গুলো দেখেছেন। আজকে নতুন একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। তবে, বাংলাদেশের অর্ধেক প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় সিলেট জেলার মধ্যে রয়েছে। সিলেট জেলার চারদিকের প্রাকৃতিক দৃশ্য এতো বেশি সুন্দর, যা কখনো লিখে প্রকাশ করার মত নয়। বিশেষ করে সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অন্যান্য সব জেলার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। এই বিষয়ে হয়তো আমরা সকলেই অবগত আছি।আর আমরা যারা ইতোমধ্যে সিলেট ভ্রমণ করেছি, তারা হয়তো প্রত্যেকেই সিলেটের প্রতিটি জায়গার সৌন্দর্য সম্পর্কে অবগত আছি।
যেহেতু আমরা নৌকায় করে রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঘোরাঘুরি করছিলাম। আমাদের সাথে আরো বেশ কয়েকটি নৌকা ছিল। সকলেই মিলে একত্রিত হয়ে ফরেস্টের ভিতরে ঘোরাঘুরি করছিল। আমরা সকলেই মিলে বিভিন্ন ভাবে মজা করছিলাম। আসলে রাতারগুল সোয়াম্প ফরেস্টের প্রতিটি নৌকার মাঝি গান পরিবেশন করতে পারদর্শী ছিলেন। তারা খুবই সুন্দর সুন্দর গান পরিবেশন করে শুনাচ্ছিলেন আমাদের কে। আমরা সকলেই তাদের গান গুলো উপভোগ করার চেষ্টা করছিলাম। মাঝে মাঝে আমরা সকলেই তাদের গানের সাথে সুর মিলিয়ে একসাথে গান গাওয়ার চেষ্টা করছিলাম। এভাবে সকলেই মিলে বেশ ভালোই সময় উপভোগ করছিলাম। আমাদের মাঝে বেশ কয়েকজন অপরিচিত ছেলে যুক্ত হয়ে যায়।
তারা সকলেই আমাদের কে বিভিন্ন ভাবে মজা দিচ্ছিলেন। আমরা ও বেশ ভালোই মজা করছিলাম তাদের সাথে। আসলে রাতারগুল সোয়াম্প ফরেস্টের মধ্যে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন।আর বিশেষ করে সিলেট জেলার বেশিরভাগ জায়গা হচ্ছে দর্শনীয় স্থান।আর প্রতিনিয়ত এই দর্শনীয় স্থান গুলো পরিদর্শন করার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে চলে আসেন।এটা আসলে আমার কাছে বেশ ভালোই লাগছিলো। যাইহোক, আমরা পরিচিত এবং অপরিচিত সকলেই একত্রিত হয়ে বনের ভিতরে মজা করছিলাম। বেশ দারুন একটি সময় কাটছিল আমাদের। আসলে এরকম সুন্দর মুহূর্ত আমাদের মাঝে সব সময় আসে না।
বনের ভেতর প্রতিটি গাছ অনেক বেশি সুন্দর। সবুজ শ্যামল প্রকৃতি দিয়ে ভরপুর পুরো রাতারগুল সোয়াম্প ফরেস্ট টি। এই বনের মধ্যে প্রবেশ করলে একটু ও অস্বস্তিকর বোধ হয় না।আর এরকম প্রাকৃতিক দৃশ্যের মাঝে সময় উপভোগ করতে বেশ ভালোই লাগে আমার কাছে।আমি আমার জায়গা থেকে বেশ ভালোই মজা করার চেষ্টা করছিলাম। আসলে জীবনে এরকম মুহূর্ত গুলো আমাদের মাঝে বার বার আসে না।তাই আমি এই বনের মধ্যে থাকা পুরোটা সময় জুড়েই বিভিন্ন ভাবে উপভোগ করার চেষ্টা করেছি। তবে, বর্তমান সময়ে এই বনের মধ্যে তেমন একটা পানি নেই। তবে, বর্ষা মৌসুমে এইসব বনের মধ্যে ঘুরতে আসলে আরো বেশি ভালো লাগতো। বর্ষার মৌসুমে এই বনের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। তখন বনের মধ্যে ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগে।
কিন্তু এই শীতকালে এই বনের মধ্যে তেমন একটা পানি নেই।আর যা ছিল তার বেশিরভাগই ময়লা পানি। যাইহোক, আবার কোন এক সময় আমরা বর্ষার মৌসুমে এই জায়গার মধ্যে ঘুরতে যাবো। তখন হয়তো আমরা আরো বেশি সুন্দর সময় উপভোগ করতে পারবো। বিশেষ করে রাতারগুল সোয়াম্প ফরেস্ট বর্ষার মৌসুমে ঘুরতে আসার জন্য একদম বেস্ট। তবু ও আমরা সকলেই বেশ ভালোই একটি সময় উপভোগ করেছিলাম এই বনের মধ্যে। এখনো এই বনের ফটোগ্রাফি গুলো দেখলে এখানে যাওয়ার ইচ্ছা করে। যাইহোক, আবার কোন এক সময় এই জায়গা গুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করবো। তখন হয়তো আরো বেশি সুন্দর সুন্দর উপভোগ করতে পারবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর স্থান ভ্রমণ করতে গেছেন আপনি। আপনার এই ভ্রমণ পোস্ট দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। অচেনা একটি স্থান সম্পর্কে বেশ ধারণা পেলাম এবং ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পারলাম। পাশাপাশি আপনার বর্ণনাটা দারুন ছিল।
রাতারগুল ফরেস্ট ভ্রমণের এই পর্বটি অসাধারণভাবে উপভোগ করলাম। নৌকা ভ্রমণের মজায় আলাদাই হয় তবে এত সুন্দর পরিবেশে আপনারা ভ্রমণ করছেন যা সত্যিই নজর কাড়া। এবং সাথে আপনারা মাঝি ভাইয়ের গান পেয়েছেন উপরি পাওনা হিসেবে। এটাতো বলা চলে ভ্রমণের সাথে পাল্লা দিয়ে সঙ্গত। ছবিগুলো অসাধারণ হয়েছে। যদি জীবন কখনো সুযোগ দেয় নিশ্চয়ই ঘুরবো সিলেট।
সিলেটের রাতারগুল দুই মাস আগে ঘুরে এলাম ।তখন পানি খুবই কম ছিল। বর্ষা কালীন সময়ে সেখানকার সৌন্দর্য আরো বেশি যেটা খুবই মিস করেছি। আপনার কাটানো মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো। মনে হচ্ছে আমি সেখানেই উপস্থিত ছিলাম।
সিলেটের সৌন্দর্য উপভোগ করা সবচেয়ে সুন্দর সময় হচ্ছে বর্ষাকালে। আর রাতারগুলে যেহেতু ফরেস্ট তাই পানি না থাকলে সৌন্দর্য খুব একটা ভালোভাবে উপভোগ করা যায় না। আপনারা রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টের দৃশ্য গুলো খুবই সুন্দর। সেখানে গেলে মনে হয় বিদেশে ভ্রমন করছি। কত সুন্দর আমাদের সোনার বাংলা। ধন্যবাদ।