সন্ধ্যা বেলা রেলওয়ে স্টেশনে বন্ধুরা সহ আড্ডা (১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে বিকাল বেলায় বন্ধুদের সাথে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে আড্ডা নিয়ে কিছু ফটোগ্ৰাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের ফটোগ্ৰাফি গুলো অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

IMG_20230225_171143.jpg

IMG_20230225_171122.jpg

আমরা ছয়জন বন্ধু একসাথে মেসে থেকে পড়াশোনা করি। আমরা যখন কোথাও আড্ড অথবা ঘুরতে বের হই তখন সবাই একসাথে বের,কেউ কাউকে ছাড়া কোথাও বের হই না। আমাদের বন্ধুত্ব ছিল অত্যন্ত মধুর। আমরা প্রতিনিয়ত বিকেল বেলা একটু ঘোরাঘুরি করে থাকি।মেসে সব সময় থাকতে ভালো লাগে না।সব বন্ধুরা মিলে ভাবলাম যে আজকে আমরা সবাই রেলওয়ে স্টেশনে আড্ডা দিবো। আমাদের মেস হতে রেলওয়ে স্টেশন খুব কাছে। আমাদের মেস হতে বদরগঞ্জ রেলওয়ে স্টেশন দেখা যায়।তাই আমরা সব বন্ধুরা সহ রেলওয়ে স্টেশনে আসলাম।এসে দেখি স্টেশনে অনেক ট্রেন যাত্রি রেল গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আমরা যখন রেলওয়ে স্টেশনে যাই তখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণ এর মধ্যে একটা ট্রেন চলে আসে। সকল যাত্রীরা তাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য গাড়িতে উঠে পড়ে। গাড়িটি স্টেশনে দুই মিনিট থাকার পর আবার চলে যায়।

IMG_20230225_200219.jpg

IMG_20230225_200234.jpg

পরে আমরা সব বন্ধুরা ভাবলাম যে রেল লাইন দিয়ে একটু ঘোরাঘুরি করবো। সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার রেলওয়ে স্টেশনে চলে আসি।সবাই মিলে ভাবলাম যে, চা খাবো। স্টেশনে এর সাথে অনেক গুলো হোটেল এবং চা এর দোকান ছিল। আমরা একটা হোটেলে গিয়ে চা পান করতে করতে রাত হয়ে গেল। পরে আমরা সব বন্ধুরা সহ বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের বিকেল বেলা টা অনেক ভালো কাটছে আমাদের।

Sort:  
 2 years ago 

গোধূলি বিকেলে রেল লাইনের উপরে বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। জেনে খুব ভালো লাগলো । আসলে পড়ন্ত বিকেলে প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার থাকে। এমন সুন্দর পরিবেশে বন্ধুর সাথে আড্ডা দেয়ার অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি নিশ্চয়ই সন্ধ্যা বেলায় রেলওয়ে স্টেশনে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার মাধ্যমে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। আপনারা ছয় জন একই ম্যাচে থেকে পড়াশোনা করেন এবং কেউ কাউকে ছাড়া বাইরে যান না জেনে ভালো লাগলো। আসলে বন্ধুত্ব এমনই হওয়া উচিত। যাই হোক লেখাগুলো পড়ে ভাল লাগলো ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জী ভাইয়া সন্ধ্যা বেলা ঘুরতে বেশি সুন্দর লাগে। তখন শহর নিস্তব্ধ থাকে।

 2 years ago 

আপনারা ছয় বন্ধু একসাথে থাকেন সব সময় এবং একে অপরকে ছাড়া কখনো কোথাও বের হন না এটা জেনে ভীষণ ভালো লাগলো ‌‌‌। বুঝতে পারছি আপনাদের বন্ধুত্ব সত্যি খুবই মধুর এবং গভীর। আপনারা প্রতিনিয়ত এভাবে বিকেল বেলায় ঘুরাঘুরি করতে বের হন তাহলে। যেহেতু ছয়জন একসাথে থাকেন তাই একসাথে সবাই মিলে ঘুরাঘুরি করতে বেশ ভালই মজা হয়। দিনটা তাহলে বেশ ভালোই কেটেছে আপনাদের।

 2 years ago 

আসলে ভাইয়া বন্ধুত্ব টা সবারই এরকম হওয়া উচিত।

 2 years ago 

যখন আমি কুষ্টিয়া মেসে থেকে লেখাপড়া করতাম তখন আমরা মাঝে মাঝে এরকম সন্ধ্যেবেলা আপনার মত বন্ধুরা মিলে চলে যেতাম স্টেশনে। সত্যি বলতে স্টেশনে বসে আড্ডা দেওয়ার মাঝে কোন রকম অনুভূতি কাজ করে খুবই ভালো লাগে মাঝে মাঝে এলাকার লোকেদের সঙ্গে দেখা হয়ে যায়। বোঝাই যাচ্ছে বন্ধুদের সঙ্গে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভাইয়া সন্ধ্যা বেলা টা অনেক সুন্দর হয়ে থাকে, তখন সবাই মিলে কোথাও ঘুরতে বের হলে মনে আলাদা একটি আনন্দ জাগে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 86208.70
ETH 2271.08
USDT 1.00
SBD 0.65