আমার কলেজ জীবনের প্রথম দিন (১০% shy-fox এবং ৫% abb-school)

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামুয়ালাইকুম, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের সাথে আমার কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

Screenshot_2023-05-05-17-12-16-074-edit_com.miui.gallery.jpg
Canva

স্কুল জীবনের দশ বছর অতিক্রম করে এস এস সি পাস করে, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর থেকেই প্রথম দিনের ক্লাস /উদ্বোধনী ক্লাসের অপেক্ষায় থাকি। কেননা আমি অনেক আগে থেকেই ভাবতাম কবে এস এস সি পাস করবো তারপর কলেজে ভর্তি হয়ে উদ্বোধনী ক্লাস করবো। সবসময় আমার মাথায় এমন ধরনের চিন্তা ভাবনা থাকতো। কিন্তু অবশেষে আমি এস এস সি পাস করে একটা নতুন কলেজে ভর্তি হই। একদিন হঠাৎ বিকাল বেলা কলেজের একজন শিক্ষক আমাকে ফোন দিয়ে বলে যে, আগামী কাল তোমার উদ্বোধনী ক্লাস হবে, তুমি অবশ্যই উপস্থিত থাকবা ।এ কথা শুনে তো আমি মহাখুশি, কেননা আমি দীর্ঘ দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করতেছি।

পরদিন আমি খুব সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কেননা আমার বাসা থেকে কলেজ প্রায় ১৫ কিলোমিটার দূরে।যেতে প্রায় ৩৫-৪০ মিনিট সময় লাগবে। কিছুক্ষণ এর মধ্যেই আমি রেডি হয়ে,রাস্তায় দাঁড়িয়ে একটা অটো রিকশার জন্য অপেক্ষা করতেছি, কিছুক্ষণ এর মধ্যেই একটা অটো রিকশা আসলো, সেটাতে উঠে আমি কলেজের উদ্যেশে রওনা দিলাম,প্রায় ৩৫ মিনিটের মধ্যেই আমি আমার কলেজে উপস্থিত হয়ে গেলাম। কলেজের ভিতরে প্রবেশ করে দেখলাম, কলেজ মাঠে বিশাল বড় একটি স্টেজ সাজিয়েছে আমাদের জন্য। কিছুক্ষণ পর অনেক ছাত্র ছাত্রী উপস্থিত হলো, আমি কাউকে চিনি না, কেননা আমি এই কলেজে নতুন। কিছুক্ষণ পর একজন শিক্ষক সকল ছাত্র-ছাত্রী দের কে স্টেজের নিচে আসতে বললেন, এবং একাদশ শ্রেণীর নবীন ছাত্র ছাত্রীদের কে সামনে এসে বসার জন্য নির্দেশ দেন,কারণ আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে একাদশ শ্রেণীর নবীন ছাত্র ছাত্রী।

কিছুক্ষণ এর মধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি ফজলে রাব্বী ডিউক চৌধুরী (এমপি) আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়, এবং তাকে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়, প্রধান অতিথি সাহেব আমাদের সকলের উদ্দেশ্যে কিছুক্ষণ বক্তব্য দেন।এর পর কলেজের প্রধান শিক্ষক কিছুক্ষণ বক্তব্য দেন, এভাবে পর্যায়ক্রমে কলেজের অনেক শিক্ষক আমাদের উদ্দেশ্য বক্তব্য দেন,এর পর আলোচনা পর্ব শেষ হয়।এর পর নবীন ছাত্র ছাত্রীদের বরণ করে নেয়ার পালা। কলেজের একজন একাদশ শিক্ষক নবীন ছাত্র ছাত্রীদের কে নতুন ক্লাসে যাওয়ার জন্য আদেশ করেন। আমরা সকল নবীন ছাত্র ছাত্রী ক্লাস রুমে গিয়ে বসে পড়ি। এরপর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী রা আমাদের সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর আমাদের সকলকে সামান্য কিছু তবারক দেন।এই ছিল আমার কলেজ জীবনের প্রথম দিন। কলেজে আমার প্রথম দিন কেটেছিল আনন্দ উচ্ছলতায়।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ

logo.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84439.58
ETH 2232.68
USDT 1.00
SBD 0.65