দীর্ঘ দিন পর আমাদের হাঁড়িভাঙ্গা আম বাগান পরিদর্শন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ৩১ ই জানুয়ারি ২০২৪ ইং
হাঁড়িভাঙ্গা আম আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি বিখ্যাত আম। বিশেষ করে আপনারা যারা রংপুরের মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন। এছাড়া ও যাঁরা ইতিমধ্যে হাঁড়িভাঙ্গা আম খেয়েছেন,তারা হয়তো কম বেশি সকলেই এই আমের জন্মস্থান সম্পর্কে অবগত আছেন। হাঁড়িভাঙ্গা আম চাষের মাধ্যমে আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আম চাষী কৃষকেরা অনেক বেশি এগিয়ে গিয়েছে। আসলে এই হাঁড়িভাঙ্গা আম আমাদের মিঠাপুকুরের মানুষের ভাগ্য একদম পরিবর্তন করে দিয়েছে। বেশ কয়েকটি বছর আগে আমাদের এই মিঠাপুকুর এলাকা টি খুব একটা বেশি উন্নত ছিল না। কিন্তু কয়েক বছর ধরে আমাদের এলাকার মানুষ হাঁড়িভাঙ্গা আম চাষে অনেক বেশি লাভবান হচ্ছেন।এর ফলে আমাদের মিঠাপুকুরের মানুষেরা অন্যান্য সব জায়গার তুলনায় অনেক টা এগিয়ে গিয়েছে।
বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমাদের বাড়ির আশেপাশের প্রায় আম চাষী তাদের আম বাগান গুলোর মধ্যে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করছিল। তাদের সকলের কাছে আমি ও কিছু দিন আগে আমাদের আম বাগান গুলোর জন্য কিছু পরামর্শ নিয়েছিলাম। তবে, বেশ কিছু দিন ধরে আম বাগান গুলোর ঘুরতে যাওয়া হয়নি।তাই আমি ভাবলাম যে আম বাগানের মধ্যে গিয়ে আম গাছ গুলোর পজিশন দেখে কিছু পরিমাণ কীটনাশক ব্যবহার করবো।আম বাগানের মধ্যে প্রতি দুই মাসে অন্তত একবার করে ওষুধ দেয়া উত্তম।এতে করে আম বাগান অনেক টা ফ্রেশ থাকে। আজকে বিকালে আমি এবং আমার দুই জন বন্ধু কে সাথে নিয়ে চলে গেলাম আমাদের বাগান গুলো দেখার জন্য।
আমাদের আম বাগান গুলো আমার বাসা থেকে কিছু টা দুরে।হয়তো এক থেকে দেড় কিলোমিটার দূর হবে। যাইহোক, আমরা যেহেতু তিনজন ছিলাম, তাই আমরা হেটে হেঁটেই বাগানের দিকে যেতে শুরু করলাম। দীর্ঘ দিন ধরে তেমন একটা হাঁটাহাঁটি করা হয় না। আমরা বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের বাগানের মধ্যে চলে আসলাম। আমাদের বাগানে চলে আসতে প্রায় দশ থেকে পনের মিনিট সময় লেগেছিল। যাইহোক, আমরা আমাদের বাগানের মধ্যে প্রবেশ করে দেখতে পারলাম প্রায় আম গাছ গুলোর মধ্যে আমের মুকুল চলে এসেছে। আমরা ঘুরে ঘুরে পুরো বাগান টি দেখছিলাম। আমাদের আম বাগানের প্রতিটি গাছ অনেক বেশি সুন্দর আছে। তবু ও আমাদের কে কীটনাশক প্রয়োগ করতে হবে।
আসলে আম গাছের মধ্যে যত বেশি কীটনাশক করা হবে, আম গাছের ফলন তত বেশি সুন্দর হবে। যাইহোক, শীতকালের জন্য কিছু গাছের মধ্যে আমের মুকুল একদম কালো হয়ে গিয়েছে।এটা আসলে কম বেশি প্রতি বছরই হয়ে থাকে। কেননা, আমের মুকুল একদম শীতকালে ফুটে। তবে, কীটনাশক ব্যবহার করলে আর মুকুল কালো হয়ে যায় না। আপনারা যারা আম চাষী রয়েছেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।আর যারা নতুন আম চাষী হবেন, তারা প্রত্যেকেই এই বিষয়ে খেয়াল রাখবেন। তাহলে আমের ফলন ভালো হবে। যাইহোক, আমরা আমাদের প্রতিটি আম ঘুরে ঘুরে দেখছিলাম।কম বেশি প্রতিটি গাছের মুকুল কালো হয়ে গিয়েছে। আমাদের কে যত তাড়াতাড়ি সম্ভব আম বাগানে শীতের কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক প্রয়োগ করলে এমন ধরনের সমস্যা দুর হয়ে যাবে।
আমরা আমাদের পাশের বাগান গুলো ও দেখার চেষ্টা করলাম। আমাদের পাশের বাগান গুলোর মধ্যে কীটনাশক ব্যবহার করার জন্য তেমন একটা মুকুল কালো হয়নি। আমরা যদি আমাদের আম বাগানের মধ্যে কীটনাশক প্রয়োগ করি, তাহলে আমাদের বাগানের মুকুল ও একদম ফ্রেশ হয়ে যাবে। যাইহোক, আমরা আবার চলে গেলাম আমাদের আম বাগানের মধ্যে। আবার আমরা আমাদের আম বাগান পরিদর্শন করতে শুরু করলাম।পুরো আম বাগান টি পরিদর্শন করে দেখতে পারলাম তেমন একটা রোগ নেই, শুধু মাত্র মুকুল কালো হয়ে যাওয়া ছাড়া। যাইহোক, আমরা বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
খুব সুন্দর করে আম গাছের পোস্টটি শেয়ার করলেন ভাই। এবারে আমিও দেখছি গাছে গাছে অনেক মুকুল হয়েছে।। আমার মনে হয় এই গ্রীষ্মের ভালো পরিমাণে আম ফলন হবে। আপনার পোস্টটি পড়ে এখন থেকেই আমের গন্ধ পাওয়া শুরু করলাম। এমন সুন্দর করে আম গাছের গল্প লিখেছেন যা পড়তে খুব আনন্দ লাগলো।
আপনার আম গাছের পোস্টটা সত্যিই মন ছুঁয়ে গেল। গাছে গাছে মুকুল দেখে আমিও অনেক উচ্ছ্বসিত। মনে হচ্ছে এই গ্রীষ্মে একেবারে সুমধুর আমের ফলন হবে ।আপনার লেখা পড়ে বেশ ভালো লাগলো । খুব সুন্দর করে গাছের গল্প ও আম গাছের মুকুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন ,ধন্যবাদ।
আপনাদের হাড়িভাঙ্গা আমের বাগান পরিদর্শন করার সুন্দর এক মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। বাগানে তো দেখছি বেশ ভালো মুকুল এসেছে। হ্যাঁ ভাইয়া, কীটনাশক ব্যবহার করলে আপনাদের আমের মুকুল বেশ ভালো ফলন দিবে। আমাদের কাছেও দেখলাম কয়েকটা আমের মুকুল এসেছে।আমের মুকুল দেখে গ্রীষ্মের আমেজ অনুভব করা যাচ্ছে। আপনাদের আমের বাগান পরিদর্শন করার দারুণ এক মুহূর্ত জানতে পেরে ভালো লাগলো।
আমের বাগানটা বেশ অনেক বড় আর দেখতে সুন্দর। অনেক সুন্দর বাগানে আপনি উপস্থিত হয়েছেন। এটা জেনে ভালো লাগলো যে হাড়িয়া ভাঙ্গা আমের বাগান। এখন আম গাছে নতুন শীষ এসে গেছে। অল্প কিছুদিন পর থেকে আমরা আম গাছে আমনের দেখা পাব। আপনি তারই আগে অনেক সুন্দর ভাবে এই বিষয়ে ব্লগ শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।