১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ১৬ ই ডিসেম্বর ২০২৪ ইং
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না "।
সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
এক সময় আমাদের এই বাংলাদেশ ছিল পরাধীন। তখন আমাদের দেশের মানুষ ঠিক ভাবে জীবন যাপন করতে পারতেন না। কথা বলতে গেলেই বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হতো আমাদের কে। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এক বিশাল স্বাধীনতা অর্জন করেছিলাম।আর এই স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের দেশের প্রতিটি মানুষ থেকে শুরু করে সকল ধরনের অনিয়ম, নির্যাতন ও নিপীড়ন থেকে মুক্তি পেয়েছিলাম।আর এই স্বাধীনতা অর্জন করার মধ্য দিয়ে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে যায়।লক্ষ লক্ষ মানুষ তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করে। যারা এই স্বাধীনতা এনে দিয়েছিলেন আমরা চাইলে তাদের কে কখনোই ভুলতে পারবো না।
আমরা ১৯৭১ সালের এই দিনে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পেয়েছিলাম। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছিল।আর এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হন এবং যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন, তাদের প্রতি আমরা চিরদিন ঋণী হয়ে থাকবো। কেননা, আমরা তাদের জন্য আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে চলাফেরা এবং জীবন যাপন করতে পারছি। তাঁরা যুদ্ধ না করলে হয়তো আজ পর্যন্ত আমাদের কে পাকিস্তানী জান্তাদের কাছে বিভিন্ন ভাবে নিপীড়নের শিকার হতে হতো।
আমরা আজকের এই দিনে আমাদের লাল সবুজের একটি স্বাধীন পতাকা এবং স্বাধীন ভূখণ্ড অর্জন করেছিলাম। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাদের প্রতি আমরা চিরদিন ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলেই আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করবো যাতে করে তারা যেখানে আছেন সেখানে অনেক ভালো থাকেন। আজকের এই দিনে বাংলাদেশ এবং আমাদের প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।আর অনুষ্ঠান গুলোর মধ্য দিয়ে উদযাপিত হবে আমাদের মহান বিজয় দিবস। বিভিন্ন জন মানুষ বিভিন্ন ভাবে এই দিনকে পালন করার চেষ্টা করে।
আমাদের দেশের সর্বস্তরের মানুষ এই দিনে বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে শেষ করে। এই দিনে সকল ধরনের স্কুল কলেজ গুলো বন্ধ থাকলেও স্কুল কলেজ গুলোতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়।আর আয়োজনে মুক্তিযুদ্ধের মধ্যে শহীদ হওয়া সকল শহীদ ভাই এবং বোনদের কে স্মরণ করা হয়। আমরা সকলেই তাদের কে বিনয়ের সাথে স্মরণ করার চেষ্টা করি।গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস গুলো বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে সাজানো হয়েছে বিজয় দিবসের জন্য। আমরা সকলেই দলে দলে আমাদের মহান বিজয় দিবস উদযাপন করার চেষ্টা করবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
x promotion
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের ঋণ আমরা কখনো ভুলবনা। অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।
আজ একটি ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা তার নাগরিকদের জন্য অনেক সুখকর। প্রথম আমরা যখন ব্রিটিশদের শাসনাধীনে ছিলাম তখন দেশে তারা উন্নতি করুক না কেন মানুষের দৈন্য দশার শেষ ছিল না। স্বাধীনতার পর একটি দেশকে স্বতন্ত্র ভাবে দাঁড় করানোও অনেক কঠিন৷ বিজয় দিবস তারই সূচনা৷ বিজয় দিবস উদযাপনের মাধ্যমে আপনারা সবাই ভালো থাকুন। দেশ উন্নতির শিখরে পৌঁছে যাক এইনকামনা করি। জয় বাংলা।
বিজয় দিবস উপলক্ষ্যে আপনি আজকে অনেক সুন্দর একটা পোস্ট লিখেছেন। যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে যারা রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছে তাদেরকে আমরা কখনোই ভুলবো না। এই দিনটা অনেক ঐতিহাসিক। অনেক সুন্দর লাগলো আমার কাছে আপনার পুরো পোস্ট পড়তে।
অনেক বেশি সুন্দর হয়েছে পুরো পোস্টটা। এটা একটা ঐতিহাসিক দিন। আর এই দিনটাকে আমরা কিভাবে ভুলবো। খুব চমৎকার ভাবে আপনি এই পোস্টটা লিখেছেন। এই দিনটার জন্য সবাই অনেক বেশি অপেক্ষা করেছি। অনেক মানুষের রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছি। এই পোস্টটি আমার কাছে খুব ভালো লেগেছে।
গৌরবের মাস ডিসেম্বর মাস। এই মাসেই আমরা বিজয় অর্জন করি। বাংলার মানুষের বুকের তাজা রক্ত দিয়ে এই দেখ মুক্তি পেয়েছে। আপনি অনেক সুন্দর লিখেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাভালো থাকবেন।