স্বরচিত কবিতা: বসন্তের প্রেম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ২৫ ই মার্চ ২০২৫ ইং
আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। একেক সময় একেক রকম ঋতু একেক রকম সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। বসন্ত ঋতু আমাদের সকল ঋতুর তুলনায় একটু বেশি সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। যখন শীতকালে আমাদের দেশের প্রতিটি গাছপালা থেকে পাতা ঝরে পড়ে যায়, তখন আমাদের মাঝে বসন্ত ঋতু এসে সকল ধরনের গাছপালার মধ্যে নতুন পাতা দিয়ে ভরিয়ে দেয়। যেসব ফুল গাছের মধ্যে দীর্ঘদিন ধরে ফুল ফুটে না, তখন বসন্ত কাল এসে এই সব ফুল গাছের মধ্যে ফুল ফুটে ভরে দেয়। বিশেষ করে বসন্ত কালের সুন্দর সুন্দর ফুলের মধ্যে অন্যতম ফুল হচ্ছে শিমুল ফুল।আমি আজকে আপনাদের সাথে বসন্ত নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করছি।
বসন্তের প্রেম
পলাশ ফুলে রোদের হাসি,
হৃদয়ের মধ্যে আনন্দ
মনে হয় বসন্তে মাতাল।
দখিন হাওয়ার মৃদু ছোঁয়ায়
মন যেন হয় উন্মাদ,
কানাকানি করে পলাশ পাতা ,
“আজি বুঝি প্রেমের প্রবাদ!
ফলের মুকুলের গন্ধে ভাসে পথ,
কোকিলের সুরে বিভিন্ন গান,
চোখে চোখে দেখা হয়ে যায়,
যেন স্বপ্নেরই সমান।
বসন্ত এলেই প্রেম জাগে ,
অকারণেই মন হয় আকুল,
শিশিরে ভেজা ফুলের মতো
অন্তরে সুখের সাগর।
তুমি এসে বসন্তের মতোই,
আমার মনে তুললে ঝড়।
হৃদয় আজ সুখের সাগরে
ভালোবেসে বারবার।
আমার লেখা কবিতা টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
1.https://x.com/Riyadx2P/status/1904546657662128424?t=hp3qgtq4ZObok9YEctaIgg&s=19
2.https://x.com/Riyadx2P/status/1904546195441332232?t=hp3qgtq4ZObok9YEctaIgg&s=19
3.https://x.com/Riyadx2P/status/1904545761934946477?t=hp3qgtq4ZObok9YEctaIgg&s=19
4.https://x.com/Riyadx2P/status/1904545244521410640?t=hp3qgtq4ZObok9YEctaIgg&s=19
5.https://x.com/Riyadx2P/status/1904299569317658650?t=hp3qgtq4ZObok9YEctaIgg&s=19
SS
বসন্তের সময় প্রকৃতি খুব সুন্দরভাবে সেজে ওঠে। খুবই ভালো লাগলো আপনার আজকের লেখা কবিতাটা পড়ে। চমৎকার লিখেছেন আপনি। লাইন গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।