আলু ক্ষেত দেখার জন্য আলু ক্ষেতে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৫ ই জানুয়ারি ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, আলু রবি মৌসুমের একটি অন্যতম ফসল।প্রতি বছর শীতকালের শুরুতে আলু চাষ করা হয়ে থাকে। বাংলাদেশের প্রতিটি কৃষক আলু চাষে বেশ অভ্যস্ত। বিশেষ করে কয়েক বছর ধরে আমাদের দেশের কৃষকেরা একটু বেশি লাভবান হতে পারছে। কেননা, বেশ কয়েকটি বছর ধরে অন্যান্য সব ধরনের ফসলের তুলনায় আলুর দাম একটু বেশি। সেজন্য সকল আলু চাষী কৃষক বেশ কয়েকটি বছর ধরে প্রচুর পরিমাণে লাভবান হতে পারছে। বিশেষ করে আপনারা যারা গ্ৰামের মধ্যে বসবাস করে থাকেন এবং কৃষি কাজের মধ্যে সম্পৃক্ত, তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন।আর যারা শহরের মধ্যে বসবাস করছেন তারা ও হয়তো কম বেশি এই বিষয়ে অবগত আছেন।
আসলে আলু এমন একটি সবজি, যেটি প্রতিটি তরকারির একটি প্রধান উপকরণ হিসেবে কাজ করে। প্রতিটি তরকারি রান্নার ক্ষেত্রে আলুর প্রয়োজন হয়। যাইহোক, বেশ কিছু দিন ধরে আমার আলু ক্ষেতের মধ্যে তেমন একটা যাওয়া হচ্ছিল না বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে। গতকাল আমি এবং আমার এক চাচাত ভাই সহ হঠাৎ করে বের হয়ে পড়লাম আলু ক্ষেত গুলো দেখার জন্য। আসলে আলু চাষ করার প্রায় এক মাস হয়েই গিয়েছে। কিন্তু আমি এখন পর্যন্ত আমাদের আলু ক্ষেত গুলো দেখতে যাইনি।তাই আমি এবং আমার চাচাতো ভাই সহ আলু ক্ষেত দেখার জন্য বের হয়ে পড়লাম। আমার চাচাতো ভাই আমাদের এলাকার একজন বিশিষ্ট আলু চাষী।সে প্রতিবছর প্রচুর পরিমাণে আলু চাষ করে থাকেন।
আমরা দুজন হেঁটে হেঁটেই আলু ক্ষেতের দিকে রওনা দিলাম। আসলে আমাদের বাসা থেকে আলু ক্ষেতের দুরুত্ব ছিল প্রায় আড়াই কিলোমিটার। যেহেতু আমরা দুজন ছিলাম, তাই আমরা হেটে হেটে গল্প করছিলাম আর যাচ্ছিলাম। আসলে দীর্ঘ দিন পর মাঠের মধ্য দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে। মাঠের পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল। হালকা রোদ ও ছিল বিকেলবেলা। আমরা যাওয়ার পথে অনেক মানুষের আলু ক্ষেত গুলো দেখছিলাম। সকলেই খুবই সুন্দর করে এবছর আলু চাষ করছে। তবে, অন্যান্য সব বছরের তুলনায় এবছর একটু বেশি আলু চাষ করা হয়েছে। প্রায় কয়েক গুণ বেশি আলু চাষ হয়েছে আমাদের মাঠের মধ্যে।
আশা করছি এবছর কিছু টা আলুর দাম কমিয়ে আসবে। যাইহোক, আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের আলু ক্ষেতের নিকট চলে আসলাম। প্রথমে আমরা আমাদের আলু ক্ষেতের চারদিকে ঘোরাঘুরি করে দেখছিলাম।আলু ক্ষেত গুলো দেখে বোঝা যাচ্ছিল যে এবছর আলুর বেশ ভালোই ফলন হবে। কেননা, অন্যান্য সব বছরের তুলনায় এবছর একটু কম শীত। আসলে শীতের কারণে আলু ক্ষেতের অনেক ধরণের সমস্যা দেখা দেয়। বিশেষ করে শীতের কারণে আলুর পাতার মধ্যে পচন সৃষ্টি হয়।এর ফলে আলুর ফলন অনেক টা কমিয়ে যায়। আমরা আলু ক্ষেতের চারদিকে ঘোরাঘুরি করে দেখছিলাম। আমাদের আলু ক্ষেত গুলো দেখে বুঝলাম এবছর তেমন একটা রোগ নেই আলু ক্ষেতের মধ্যে।
তবে, শেষ পর্যন্ত যদি আলু ক্ষেতের মধ্যে তেমন কোন ধরনের রোগ বালাই না প্রবেশ করে, তাহলে এবছর প্রতিটি আলু চাষী অনেক বেশি লাভবান হতে পারবে। তবে, আমি আশা করছি এবছর আলু ক্ষেতের মধ্যে রোগ বালাই প্রবেশ করার আশংকা খুবই কম। যাইহোক, এরপর আমরা আমাদের চাচাতো ভাইয়ের আলু ক্ষেত গুলো দেখার জন্য চলে গেলাম। আমার চাচাতো ভাইয়ের আলু ক্ষেত গুলো এবছর খুবই সুন্দর ফলন হবে বলে মনে হচ্ছে। তার প্রতিটি আলু ক্ষেত একদম তরতাজা। আসলে আমার চাচাতো ভাই প্রতিনিয়ত আলু ক্ষেতের পরিচর্যা করে থাকে। সেজন্য, অন্যান্য সব আলু চাষীদের তুলনায় তার আলু ক্ষেত গুলো একটু বেশি সুন্দর। আমার চাচাতো ভাইয়ের আলু ক্ষেত গুলো বেশ কিছুক্ষণ সময় ধরে দেখলাম।দেখা শেষ করে আমরা বাসায় ফিরে আসি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
একদম সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে উপস্থিত হয়ে সুন্দর সুন্দর ফটো ধারণ করেছেন ভাই। আবারো ভালো লাগে এমন সবুজ ফসলের মাঠে উপস্থিত হতে। আলুর ক্ষেত দেখেছি কিন্তু এত বেশি দেখি নাই। অনেক ভালো লাগলো সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখে। হ্যাঁ ভাইয়া গাছ গুলো দেখে বোঝা যাচ্ছে রোগমুক্ত সুস্থ সবল। এমন সুস্থ সবল গাছ হলে বেশি আলো হওয়ার সম্ভাবনা থাকে।
ভাই আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারনে চাষীরা আলু চাষের দিকে মনোনিবেশ করেছে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আলু ক্ষেতের দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। আলুর ফলন ভালোই হবে বুঝা যায়। ধন্যবাদ।
এটা সত্যি বলেছেন ভাই আলু এমন একটা সবজি যেটা আমাদের প্রতিনিয়ত খেয়ে থাকি। আপনি আলুর ক্ষেত পরিদর্শন করতে গিয়েছিলেন জেনে খুব ভালো লাগলো। শীতের মৌসুমে আলু উৎপাদন হয় বলেই এ সময়ে দাম অনেকটা কম থাকে। ফসল ভালো হলেই কৃষকের মুখে হাঁসি ফোটে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। আর হুগলি জেলা মানেই আলু চাষ। এখানে প্রতি জমিতে আলু চাষ হয়। তাই এই চাষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আপনার আলুর জমিতে ঘোরার মুহূর্তটি শেয়ার করলেন বলে ভালো লাগলো। আলু চাষের ছবিগুলি ও খুব সুন্দর তুলেছেন। আসলে দো ফসলি জমিগুলিতে আলু চাষ একটি গুরুত্বপূর্ণ চাষ বলে গণ্য করা হয়।
যখন ছোট ছিলাম গ্রামে ছিলাম আলু ক্ষেতে অনেক দৌড়াদৌড়ি করতাম। বিকেল হলে চলে যেতাম খুবই ভালো লাগতো। আজকে আপনার মাধ্যমে আলু ক্ষেত দেখতে পেলাম। আলু ক্ষেত দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ভালো লাগলে বিস্তারিত পড়ে।
এত বড় বড় চাষের জমি আমি সামনাসামনি কখনো দেখিনি। খুবই ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি দেখে। প্রত্যেকটা দৃশ্য মনমুগ্ধকর ছিল। আপনি বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমাদের দিকে আলুর চাষ হয় না। এইজন্যই আলুর ক্ষেত কখনও দেখা হয়নি। আলুর ক্ষেত টা দেখে ভালো লাগল। অনেক বড় দেখছি। গতবছর আলুর দাম ছিল অনেক বেশি। আশাকরি নতুন আলু উঠলে দাম কমে আসবে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।