কাশিমপুরের বাজার
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন!
আমার বাজার করার অভিজ্ঞতা নেই বললেই চলে, কিন্তু ব্যাচেলার জীবনে এসে এখন মাঝেমধ্যেই করতে হয়। সেদিন ছিল সোমবার, এবং এই দিনেই আমাদের কাশিমপুরে সবজির হাট বসে। আমি এবং আমার রুমমেট সহ সন্ধ্যার পরে বাজার করতে বেরিয়ে গেলাম, (যদিও আমি ছবি তোলায় ব্যস্ত ছিলাম!) আর রুমমেটরা খুব দেখেশুনে বাজার করছিল। বাজারে অনেক বেশি মানুষ ছিল মনে হচ্ছিল শাকসবজি থেকে মানুষের সংখ্যাই বেশি হবে! তবে হ্যাঁ কাঁচা শাকসবজি এবং মাছ ও ছিল প্রচুর পরিমাণে। এবং দোকানের থেকে সবজির দাম তুলনামূলক অনেকটাই কম ছিল এখানে, এ কারণে বেশিরভাগ মানুষ জনি পুরো সপ্তাহের বাজার এই দিনে করে রাখে। এই হাটে কোলাহল বেশি থাকলেও ঘুরতে ভালো লাগে গ্রাম্য মেলার মতই জাঁকজমক অবস্থায় থাকে কারণ এই হাটে শুধু সবজি নয় জামাকাপড়, ছোটদের খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এর দোকানপাটও এখানে দেখা যায়।
নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি বাজারের পাশেই একটি শুটকি মাছ বিক্রেতা এর দোকান। এবং ছবিটা তোলার সময় তার এই অনবদ্য হাসি আমার ছবিটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে। কারো যদি শুটকি মাছ পছন্দ নাও হয়ে থাকে তার এই হাসিটি পছন্দ হবেই! (এটি বলার কারন আমার বেশি শুটকি মাছ পছন্দ নয় 😶)
এরপর আরো কিছু দোকানের ছবি আমি তুলেছি নিচে গেলে আপনি সেগুলো দেখতে পাবেন।
হাটে উঠেছিল কাঁচা পাকা দেশি জাতের আম উফফ কি যে দারুন ছিল সেগুলো, ছবিতে যতটা সুন্দর লাগছে বাস্তবে তার থেকেও মজার ছিল, আশা করছি সামনের সপ্তাহে আবারো পাবো।
সর্বশেষ মাছ বাজারে ঢুকলাম, মাছ বাজার সবজি বাজারের থেকে তুলনামূলক ছোট হলেও এখানে প্রচুর মাছ উঠেছিল। হাটের পাশেই রয়েছে পরাগ নদী যে কারণে এখানে অনেক নদীর মাছ উঠেছিল। তবে কাশিমপুরে প্রচুর পরিমাণে গার্মেন্টস কারখানা থাকার কারণে সেগুলোর বর্জ্য নদীতে মিশে নদীর পানি দূষিত করে এবং সে কারণে মাছের বৃদ্ধি ও কম। তা না হলে আরো অধিক মাত্রায় মাছের জন্ম হতো এবং অল্প দামে পুষ্টিকর মাছ আমরা পেতাম। খাটের বাইরে অনেক গাছ গাছালি রয়েছে যে কারণে পরিবেশগত দিক দিয়ে ভালো লাগে।
মোটামুটি সব ধরনের বাজার করে বাসায় ফিরলাম!
বহুদিন পর ফটোগ্রাফি নিয়ে পোস্ট steemit এ করেছি, আশাকরি বাজারের ছবি গুলো আপনাদের ভাল লেগেছে। এবং ছবিগুলো তোলা হয়েছে Samsung galaxy m51 ফোন দিয়ে।
সবার সুস্বাস্থ্য কামনা করছি!
ami ei platfrom ee notun, PC tee use korcii ty Banglish lekhlam,,,
lekha gulo valo lagloo
Thank you vaiya!
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
এই মুহূর্তে আমার বাংলা ব্লগের নিউ মেম্বার নেয়া হচ্ছে না। তবে আপনি আমাদের discord server জয়েন থাকুন সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)
আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord server এ
লিংক ঃ https://discord.gg/2eWjngYK
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসলে আমি এই কমিটিতে নতুন যে কারণে ভুল করে ফেলেছি আশা করি ভুল সংশোধনের সময় দেওয়া হবে।