PUSS মার্কেটিং

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগ বর্তমানে বেশ ব্যস্ত একটি সময় পার করছে, এটা আমরা সকলেই জানি। কারণ বর্তমান এ PUSS কয়েনের প্রমোশন চলছে অনেক জোরে সোরে। সে সাথে বিভিন্ন জায়গায় লিস্টিং তো রয়েছেই। অর্থাৎ সবকিছু মিলিয়ে দারুন একটি ব্যাপার। তবে সবকিছুতেও যেনো আমরা পিছিয়ে না যাই সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবং তার জন্য দরকার আমাদের কর্ম ক্ষমতা এবং আমাদের ম্যান পাওয়ার।

এই বিষয় নিয়ে এর আগেও বেশ অনেকবার লেখালেখি করেছি। কিন্তু আমার মনে হয় মার্কেটিং এবং প্রমোশন এমন একটি ব্যাপার যেটা বারবার ঘুরেফিরে আমাদের সামনে আসা উচিত। শুধু তাই নয়, আমাদের সামনে এটা আসার মূল কারণ হলো যতবার আমরা আলোচনা করবো।ততোবার আমাদের কয়েন সম্পর্কিত সব কিছু সকলের সামনে উঠে আসবে এবং সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে সব সময় একটিভ থাকতে হবে এবং আমাদের অ্যাক্টিভিটিস শো করতে হবে সকলের সামনে। আর যতো বেশি আমরা আলোচনা করবো। ততো বেশি এই কয়েন এর প্রোমোশন হবে।

আমরা কেউ এখানে প্রফেশনাল প্রোমোটার কিংবা ইনফ্লুয়েন্সার নই। তাই আমরা অনেক কিছুই জানি না বুঝি না কিংবা কম বুঝি। কিন্তু অনেক কিছু না জানলেও যা জানে কিংবা যতোটুকু জানে, তা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা কিংবা যাই বলি না কেনো অর্থাৎ প্রমোশন করা উচিত। তবে অবশ্যই তা যেনো পজেটিভ প্রমোশন হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

তাই আজকে আপনাদের সাথে আমি এই নিয়ে আলোচনা করতে আসলাম। কারণ আপনারা কে কেমন PUSS এর মার্কেটিং, প্রোমোশন করছেন। সেটা সকলের জানা প্রয়োজন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি PUSS Coin এর মার্কেটিং করার জন্য। প্রতিটি ভালো ভালো সেক্টর, সোশ্যাল মিডিয়া কিংবা সাইট এ আমাদের PUSS নিয়ে প্রমোশন এবং লেখালেখি করা উচিত। এতে করে আমাদের PUSS Coin আরো বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। অনেকে কিন্তু এই ব্যাপারটিতে কিছুটা ঝিমিয়ে যায়। কিন্তু এতে মোটেও এমন ভাবে ঝিমিয়ে গেলে হবে না। কারণ আমাদের কাজ করে যেতে হবে।

ABB.gif

Sort:  
 yesterday 

আসলেই আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ বর্তমান ব্যস্ত সময় পার করছে। কেননা আমাদের প্রিয় পুশ এর বর্তমান অনেক প্রমোশন চলছে। আপনি সঠিক বলেছেন আমরা যতো পুশ কে নিয়ে আলোচনা করবো ততই এই বিষয়টি সকলের সামনে উঠে আসবে। ততোই ট্রেন্ডিং এ উঠবে। আমিও আমার জায়গা থেকে পুশ এর প্রমোশন নিয়ে যথেষ্ট সজাগ রয়েছি। আমাদের প্রত্যেকের উচিত পুশকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা যাতে করে সকলের দৃষ্টি পুশ এর প্রতি আসে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.035
BTC 99263.97
ETH 2789.79
SBD 3.34