বদলে যাওয়ার গল্প (প্রথম পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শাওন নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে কলেজের দিকে রওনা দিলো। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর আগানোর পরে দোকানের সামনে এলাকার কিছু জুনিয়র ছেলেদেরকে দেখতে পেলো। শাওন তাদের দিকে তাকালেও তারা শাওনকে দেখে পাত্তাই দিলো না। বরং তাদের ভেতরে দুইজন শাওনকে দেখে সিগারেট টানতে লাগলো। ভাবখানা এমন যেন তোমাকে আমরা গোনায় ধরি না। ছেলেগুলোকে দেখে শাওনের মেজাজটা খুব খারাপ হলো। একবার মনে হোলো গিয়ে দুটো থাপ্পর দিয়ে আসি। পরবর্তীতে সে মন থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেললো।

1000000112.png

তবে কলেজে গিয়েও শাওনের মেজাজটা খুব খারাপ হয়ে রইলো। ওর বন্ধুর রাশু ওকে জিজ্ঞেস করলো কি ব্যাপার? তোর আজকে মেজাজ খারাপ কেন? তখন শাওন রাশুর কাছে সবকিছু খুলে বললো। রাশু শাওন কে এই বলে সান্ত্বনা দিলো। যে আজকালকার ছেলেরা সব এমনই। এরা সিনিয়র জুনিয়র দেখে না। তখন শাওন বলল অথচ চিন্তা করে দেখ। আমরা এখনো সিনিয়রদেরকে কতো সম্মান দিই। এলাকার মুরুব্বীরা সামনে দিয়ে গেলে তাকে দেখে সালাম দিই। এমনকি আমাদের বড় ভাইদের দেখলেও আমরা যথেষ্ট সম্মান করি।

তখন রাশু বললো এসব চিন্তা-ভাবনা বাদ দে। এসব নিয়ে চিন্তা ভাবনা করে কোন লাভ নেই। কারণ বর্তমান সময়টাই এমন হয়ে গিয়েছে।শাওন রাশুর কথার কোন জবাব দিলো না। কলেজ শেষ করে বাড়ি ফেরার সময়ও শাওন দেখলো ছেলেগুলো দোকানের পাশে বসে আড্ডা দিচ্ছে। সে খেয়াল করে দেখলো। আশপাশ দিয়ে কোন মেয়ে গেলে তাদের দিকে তাকিয়ে তারা খারাপ মন্তব্য করছে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 87757.32
ETH 3103.63
USDT 1.00
SBD 2.75