জন্ম হোক দারিদ্রতায়, তবে মৃত্যু নয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু মানুষের পুরো জীবনটাই চলে যায় শুধু মাত্র হা-হুতাশ করতে করতে। তার মাঝে অন্যতম কিছু মানুষ হলো যারা দরিদ্র। অর্থাৎ যারা জন্মগতভাবেই কোনো না কোনো দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে এবং তাদের জীবনটা আসলে সেই অভাব অনটনের মধ্যেই কেটে যায়। এবং তাদের তা নিয়ে অনেক আফসোস থাকে। আর দরিদ্রতা ব্যাপারটা নিয়ে আফসোস থাকাটাই স্বাভাবিক।

আর আসলে আফসোস করাটাই স্বাভাবিক। কারণ আজকালকার সময়ে দারিদ্রতা একটা মানুষের জীবনে ভয়ঙ্কর অভিশাপ শুরু। তিক্ত সত্য কথা হলো, আজকালকার সময়ে যে মানুষের টাকা নেই। সে মানুষের সম্মানটাও যেনো নেই। যেসব মানুষের অঢেল টাকা কিংবা অঢেল সম্পত্তি রয়েছে। তাদেরকেই মানুষ সম্মান করে।আর এটা কেও মানুক আর না মানুক, এটাই হলো পৃথিবীর বাস্তবতা।

তবে দরিদ্র হয়ে জন্মানোটা কোনো ভুল নয়। কিন্তু আমি মনে করি দরিদ্র হয়ে মৃত্যুবরণ করাটা একটা মানুষের জন্যই ভুল। কারণ সৃষ্টিকর্তা আমাদের এই সুন্দর জীবন উপহার দেওয়ার পরে কিন্তু প্রতিটা মানুষটি নানা সময়ে নানা ধরনের সুযোগ দেন, নিজের জীবনটাকে শুধরে নেওয়ার জন্য। নিজের জীবনটাকে সুন্দর করে নেওয়ার জন্য। সেই সাথে নিজের চারপাশটাকে সমৃদ্ধশালী করে নেওয়ার জন্য। কিন্তু সব সময় আমরা সেই সুযোগ গুলোকে হেলায় হারিয়ে ফেলি।

আর সৃষ্টিকর্তার দেওয়া সেই সুযোগগুলোকে আমরা হারিয়ে আবার সেই হা-হুতাশ করতে বসি আমাদের জীবনের দারিদ্রতা নিয়ে। কিন্তু দারিদ্রতা ঘোচানোর মতোন কোনো পদক্ষেপ আমরা জীবনে ও গ্রহণ করি না। আর যদি গ্রহণ করিও, তাও তা অতীব নগণ্য। তাই আমরা যখন কেউ দরিদ্র কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করি। তা নিয়ে আসলে হা হুতাশ না করে, কি করে সেই দরিদ্রতাটাকে কাটানো যাবে তা নিয়ে আমাদের কাজ করা উচিত।

কারণ সৃষ্টিকর্তা কখনোই পরিশ্রমী মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নেন না। কেউ যদি জীবনে কঠোর পরিশ্রম করে। তবে তাহলে সে একদিন সফল হবেই হবে তাই আমরা তা নিয়ে হা হুতাশ না করি। এবং আমাদের যেনো অন্তত দরিদ্র হয়ে মৃত্যুবরণ না করতে হয়। সেই প্রতিজ্ঞা টাই করি এবং সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাঁজাই।
Sort:  

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds

@tipu curate

 4 days ago 

একেবারে যথার্থ বলেছেন, যেকোনো মানুষ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করতেই পারে, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ তায়ালার ইচ্ছেতে হয়ে থাকে। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তায়ালা আমাদেরকে বিবেক বুদ্ধি অযথাই দেননি, বরং বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে ভাগ্যকে পরিবর্তন করতে বলেছেন। মোটকথা জীবনে পরিশ্রম করার কোনো বিকল্প নেই। তাই হা-হুতাশ বাদ দিয়ে আমাদের সবার উচিত পরিশ্রম করা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আমাদের জন্ম যেকোনো পরিবারেই হতে পারে। পরিবারটি ধনী অথবা গরিব পরিবার হতে পারে। কিন্তু আমাদের কঠোর পরিশ্রমের ফলে আর সৎ সাহস থাকলে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারবো। তবে রাষ্ট্রের কাঠামোগুলো এমন ভাবে দাঁড় করিয়েছে যে, গরিব যারা তারা প্রতিনিয়ত গরিবই হচ্ছে। ধনী যারা তারা প্রতিনিয়তই গরিবের মাথার উপর ভর করে ধনী-ই হচ্ছে। খুবই চমৎকার একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ এমন একটি পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 61016.36
ETH 3388.27
USDT 1.00
SBD 2.56