জীবনকে উপভোগ করুন
একটি কথা সত্যিই, জীবনের এই মরীচিকায় আমরা সকলেই এমন ভাবে জড়িয়ে পড়েছি আমরা চাইলেও কিছু একটা করতে পারি না। কিংবা চাইলেও আমাদের মনের কথা শুনতে পারি না। আপনার এখন ইচ্ছে করছে কোথাও থেকে ঘুরে আসার কিন্তু সেটা আপনি করতে পারবেন না কারণ অফিসের কাজ, বিভিন্ন ব্যস্ততা, নিজের পরিবারকে সময় দেওয়া সবমিলিয়ে নিজের জন্য সময় বের করা অনেকটাই বেশি কঠিন হয়ে যায়।
তবে আমরা এটাও বুঝতে পারি যে আজ হয়তো কাজ করছি কাল হয়তো নিজের জীবনকে উপভোগ করব, নিজের সময়গুলোকে উপভোগ করবো, তবে বিশ্বাস করুন এই ধারণাটা আমাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ আমাদের জীবনের ব্যস্ততা সব কাজ একদিনে শেষ হতে পারে যেদিন আপনার মৃত্যু হবে। অর্থাৎ মৃত্যুর সবকিছুই অবসান ঘটাবে। কিন্তু তারপরও আমাদের উচিত এই কাজের ফাঁকে ফাঁকে নিজের জীবনকে উপভোগ করা। নিজেকে সময় দেওয়া নিজের মতো করে কিছু সময়টা হলেও বেঁচে থাকা।
জানি এই বিষয়গুলো বলা যতটা সহজ করা ততটাই কঠিন। জীবনের এই ব্যস্ততম সময়ে নিজের জন্য সময় বের করা বিলাসিতার থেকেও কম কিছু না। তবে আমি আপনাদের সাথে আর কিছু কথা শেয়ার করব যেমন আপনি মাসে একদিন হয়তো নিজের পছন্দের জায়গায় ঘুরতে গেলেন, নিজের পরিবারকে নিয়ে বের হলেন যেটা আপনার করতে ইচ্ছা করে। সপ্তাহের একটা ছুটিতে সেটা করার চেষ্টা করুন। দেখবেন কাজের প্রতি আপনার আগ্রহটা আরো বেড়ে যাবে এবং আপনিও নিজে থেকে একটু ভালো ফিল করবেন।
তবে জীবনকে উপভোগ করার মানে এই না যে আপনি সব কাজ ছেড়েছুড়ে দিয়ে আপনার নিজের পছন্দের কাজগুলো সবসময় করে বেড়াবেন, ঘুরে বেড়াবেন। এসব কিন্তু নয়, সেসব কাজগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এবং নিজের দিকেও খেয়াল রাখতে হবে। তাহলেই তো আপনি একজন সুখী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ।
বর্তমান মানুষের জনজীবনকে আশ্চর্যজনক মনে হয় আমার কাছে। কারণ মানুষ জীবনের একটা সময় সুখে শান্তিতে কাটাবে বলে নানানভাবে নিজেকে ব্যস্ততায় জড়িয়ে রাখে। কিন্তু আদৌ এই ব্যস্ততা মিটবার নয় ব্যস্ততা সবসময় লেগেই থাকে। ঠিকই বলেছেন আপনি ব্যস্ততার মাঝেও আমাদের জীবনের জন্য সময় বের করতে হবে। তাই বলে আবার সব ছেড়েছুড়ে নিজের পছন্দের কাজ গুলিতেই মনোযোগ দেওয়া যাবে না। প্রয়োজনীয় কাজের পাশাপাশি, জীবনকে উপভোগ করার প্রয়াস করতে হবে।