সবাই আজ রাজা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা দেশ স্বাধীন হওয়ার পরে কি হয় আপনারা জানেন? একটা দেশ স্বাধীন হওয়ার পরে যেটা হয়। সেটা হলো, আমরা সকলেই অনেক কিছু পেয়ে বসি। অর্থাৎ যেটা করার নয়, যেটা হওয়ার নয়, সেটাই আমরা করে ফেলি। সেটাই আমরা বলে ফেলি। অর্থাৎ আমরা যেনো লাগাম ছাড়া হয়ে যাউ। কারণ কোনো একটা কিছু জয় করার পরে, আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে যে আমরা যা বলবো তাই হবে।

কিন্তু একটা বাগধারা রয়েছে যে, কোনো কিছু স্বাধীন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন অর্থাৎ স্বাধীনতার। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক বেশি কঠিন। কারণ স্বাধীনতা সহজেই হয়তো এনে ফেলা যায় রক্তপাতের মাধ্যমে। কিন্তু সেই স্বাধীনতা অর্জন করার পরে, সেই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন একটি কাজ। কারণ রক্ষা করার পরে আমাদের মধ্যে যেটা অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠে, সেটা হলো স্বাধীনতার অহংকার। আর এটা কম বেশি আমরা সকলেই জানি যে অহংকার পতনের মূল। তাই আমরা যখন এই অহংকার করতে যাই, তখনই আমরা ডুবে মরি।

ঠিক তেমনটাই বর্তমানে দেশের অবস্থা দেখে মনে হচ্ছে। অর্থাৎ সবাই যেনো রাজা। কারণ সকল দিকেই শুধুমাত্র অনৈতিক কর্মকান্ডে ভরপুর। আমি একটা ভালো কিছু দেখছি না, যেটা নিয়ে কথা বলা উচিত। কিংবা কোনো ভালো কিছু সত্যিই দেখছি না, যেটা নিয়ে কথা বলা যায়। হয়তো এখন অনেকেই বলবেন যে আমি শুধুমাত্র খারাপ দিকগুলোই দেখছি। কিন্তু সত্যিই আমি ভালো দিকগুলো দেখতে চাই এবং চাই বলেই আজকে খারাপ দিকগুলো বন্ধ হওয়া উচিত তা নিয়েই লেখালেখি করতে আসলাম।

ABB.gif

Sort:  
 29 days ago 

হঠাৎ করেই আমরা কোনো দুর্লভ জিনিসকে পেয়ে গেলে নিজের মধ্যে যেন আত্মম্ভরিতার সৃষ্টি হয়। যা একজন সৃষ্টিশীল ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের জন্য মোটেও সমীচীন নয়। ইদানিং আমাদের দেশে যে নৈরাজ্যকতার সৃষ্টি হয়েছে তার শেষটা যে কত ভয়াবহ হবে এটা বোঝা মুশকিল হয়ে গেছে। আপনার মতই আমিও চাই সব সময় ভালো দিক গুলো দেখতে এবং অনুধাবন করতে। আসলেই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অধিক কঠিন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67