মহাকাশ ও সৌরজগত
আমরা অনেকেই মনে করি আমাদের এই বাসস্থান পৃথিবী হয়তো অনেক বড়, কিন্তু যখন আমরা সৌরজগতের দিকে তাকাই তখন মনে হয় সৌরজগতের তুলনায় আমাদের এই পৃথিবী ধুলোর সমপরিমাণ। কিন্তু যখন আমরা মিল্কিওয়ের দিকে তাকাই তখন আমাদের এই পুরো সৌরজগৎটাকেই একটি ধূলিকণার মতো মনে হয়। এর থেকে বেশি আরও অনেক কিছু রয়েছে মহাবিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, সব মিলিয়ে এসবের মাঝে আমাদের অস্তিত্ব কোথায় সেটা যদি আমরা প্রশ্ন করি তাহলে নিজের অস্তিত্বই কিন্তু বিলীন হয়ে যাবে। আমাদের মহাবিশ্ব এতটাই বড়। কিন্তু এত বড় মহাবিশ্বে শুধুমাত্র কেন পৃথিবীতে জীবনের সন্ধান রয়েছে এই বিষয়ে কি আপনার প্রশ্ন আসে না? কিংবা আমরা কেন এখনো এলিয়েনের দেখা পেলাম না? এত কোটি কোটি লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে কোন এক নক্ষত্রের কোন এক গ্রহে কি অন্য কোন প্রানী বসবাস করতে পারে না??
আমাদের এই মহাবিশ্ব যে কত বড় সেটা আমরা কল্পনাও আনতে পারব না। এতটাই বড়, কিন্তু এই বড় মহাবিশ্বের মধ্যে সূর্যের অবস্থান কিন্তু একটি কোনার মধ্যে রয়েছে অর্থাৎ এক কোণে আমাদের এই সৌরজগৎটা রয়েছে। কিন্তু আমাদের এই সৌরজগতের কিন্তু রহস্যের কমতি নেই বরঞ্চ এর রহস্য ক্রমশ বেড়ে চলেছে। আমি সচরাচর মহাকাশ প্রেমী একজন মানুষ এবং বিভিন্ন ধরনের নতুন নতুন রিসার্চ এবং বিভিন্ন ল্যাব রিপোর্টগুলো আমি পর্যবেক্ষণ করার চেষ্টা করি। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে নাসার ও অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেখানেও একটি আর্টিকেল দুদিন আগে আমি দেখতে পেয়েছি। তারা একটি গবেষণায় উঠে এসেছে মহাবিশ্বে আমাদের সৌরজগতের সূর্যর একখণ্ড সূর্য থেকে আলাদা হয়ে গেছে। বিষয়টা খুবই ভয়ানক এবং আমাদের বিজ্ঞানীদের মতে এরকম আর নজির বিহীন ঘটনা বিজ্ঞানীরা আগে পর্যবেক্ষণ করেন নি।
এই পর্যবেক্ষণ করেছিল যেসব সূর্য গুলা মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গিয়েছিল, কিংবা ৪০ শতাংশ কিংবা ৬০ শতাংশ কিন্তু আমাদের সূর্যের ক্ষেত্রে সেটা ভিন্ন হয়েছে। কিন্তু এরকম মাঝারি বয়সের সূর্যর সাথে এরকম ঘটনা ঘটতে পারে এটা বিজ্ঞানীদের কল্পনারও বাইরে ছিল। যদিও সেটা আমাদের সূর্যের মোট ভরের এক পার্সেন্টও নয়, কিন্তু এর কারণে আমাদের পৃথিবী বাসির ব্যাপক ক্ষতি হতে পারে।
সব মিলিয়ে রিসার্চ পেপারটি পড়ে আমার কাছে মনে হল এই যে মাত্রা অতিরিক্ত গরম কিংবা আমাদের জলবায়ু পরিবর্তন এর পিছনে যে শুধুমাত্র আমরাই দায়ী তাই কিন্তু নয়। এর পিছনে সূর্যের ও কিন্তু বড় একটি হাত রয়েছে। এসব বিষয় না হয় অন্য একদিন আপনাদের সাথে আলোচনা করে নেব। কিন্তু আপনি কি ভাবছেন সূর্যের একটি খন্ড ও সূর্য থেকে আলাদা হয়ে গেছে এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন? বিষয়টি মন্তব্যে জানাতে পারেন আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
深奥