সুতো ছেড়ে দিন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা কথা আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত রয়েছে। সেটা হচ্ছে যে থাকার সে এমনিতেই থাকবে। আর যে যাওয়ার তাকে যদি আপনি আষ্টেপৃষ্টে বেঁধে ও রাখেন। তাও সে চলে যাবে কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে বেঁধে রাখতে হবে না। আপনার কাছে থাকার জন্য তাকে আটকে রাখতে হবে না, আপনার কাছে থাকার জন্য অন্য কোনো কিছুতে বাঁধা দিতে হবেনা।

আমার টাইটেল এর কথাটি হয়তো আমি রূপক অর্থে ব্যবহার করেছি। কিন্তু সত্যিই তাই। আপনার হাতে যদি কোনো সুতো বাঁধা থাকে। তাহলে সেটা ছেড়ে দিন,তাকে উড়তে দিন। আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ, আপনার পছন্দের মানুষ যাই বলি না কেনো তাকে ছেড়ে দিন। তাকে তার জায়গা মতোন আসলে সবকিছু মেপে নিতে দিন। কারণ দিনশেষে আপনি কাউকে ছেড়ে দেওয়ার পরেও যদি সে ফিরে আসে, আপনার প্রয়োজন বোধ করে। তাহলে বুঝতে হবে সে আজীবন আপনার সাথে থাকবে।

আর যদি কাউকে অনেক বেশি স্বাধীনতা দেওয়ার পরে ও সে আর আপনার কাছে ফিরেই না আসে। সে যদি অন্য কোথাও ঘর বাঁধে। তাহলেও আপনার নিজের কাজের উপরে খুশি হওয়া উচিত অর্থাৎ আমরা অনেক সময় আফসোস করি যে, ওই মানুষটিকে এতো বেশি স্বাধীনতা না দিলেই হতো কিংবা ওই মানুষটিকে এতো বেশি ছাড় দেওয়ার প্রয়োজন ছিলো না। একটু আটকে রাখার দরকার ছিলো। কিন্তু আমার মতামত একেবারেই ভিন্ন। আমার মতামত হলো, কাউকে আটকে রাখার মতোন অবস্থা যদি আসে। তাহলে তার সাথে না থাকাটাই ভালো।

কারণ আটকে রাখা যায় কোনো পশুকে। কোনো মানুষকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না। যদি আপনার নিজের মায়ায় আটকে রাখেন, সেটাও শুধুমাত্র আপনার একতরফা হবে। দুই তরফা হওয়ার জন্য দুই পক্ষ থেকে সমান অনুভূতি সমান ভালোবাসা সমান দায়িত্বশীলতা সমান বিশ্বাস প্রয়োজন হয়। আর সেই বিশ্বাস আপনার প্রতি তার আছে কিনা, সেই প্রয়োজন বোধ আছে কিনা, সেটা বুঝতে পারবেন যখন আপনি তাকে পূর্ণ স্বাধীনতা দেবেন।

ABB.gif

Sort:  
 11 days ago 

একদম মনের কথা বলেছেন আমার,। প্রিয় মানুষ হোক কিংবা অত্যন্ত কাছের মানুষ আমাদের উচিত সবাইকে পূর্ণ স্বাধীনতা দিয়ে একবারের জন্য হলেও পরীক্ষা করা। যদি সে আমাদের প্রয়োজন অনুভব করে ফিরে আসে আমাদের কাছে তাহলে বুঝতে হবে সেই মানুষটি আমাদের সাথে জনম জনম ধরে থাকতে এসেছে। মানুষকে কখনো বেঁধে রাখা যায় না পশুকে ছাড়া। সম্পর্ক তখনই সঠিক থাকে যখন দুইজন সমানভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়। চমৎকার কিছু কথা লিখেছেন, ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 100527.87
ETH 3117.50
SBD 3.93