অব্যবস্থাপনার অবস্থা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
সাধারণত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়। কিন্তু আজকে ভাবলাম একটু নিজের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এবং সেগুলো শেয়ার করতে আমার ভালোই লাগবে। তো যাই হোক, সময় নষ্ট না করে লেখা শুরু করি।আজকে আসলে আমি আমার ইউনিভার্সিটির একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো।
কয়েকদিন আগে থেকেই আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পেইজে অর্থাৎ ইউনিভার্সিটির বিভিন্ন পেজ এ একটা নিউজ বারবার দেখছিলাম যে আমাদের ভার্সিটিতে একজন স্বনামধন্য ব্যক্তি আসবেন একটি বক্তৃতা এবং সেমিনার এটেন্ড করার জন্য। অর্থাৎ উনি হলো সেই অনুষ্ঠান একটি মূল গেস্ট বলা চলে। অর্থাৎ বুঝতেই পারছেন স্পেশাল গেস্ট যাদেরকে বলা হয় আর কি। তো সাধারণভাবে সব ক্লাব থেকে আসলে একটা এনাউন্সমেন্ট দেওয়া হয়েছিলো যে সকলে আমন্ত্রিত কিন্তু ব্যাপারটা এমন ছিলো না যে, সেখানে কোনো রেজিস্ট্রেশন ফিস নেওয়া হচ্ছে অথবা এমন কিছু। অর্থাৎ এরকম কিছুই ছিলো না।
আর প্রোগ্রামটি এরেঞ্জ করা হয়েছিলো ভার্সিটির হলরুমে। স্বাভাবিকভাবেই হলরুমের মানুষের ধারণ ক্ষমতার একটি পর্যায় রয়েছে। অর্থাৎ অগণিত মানুষ কখনোই কিন্তু অডিটরিয়ামে বসতে পারবে না। সাধারণত এভাবে যখন দাওয়াত দেওয়া হয়। অর্থাৎ ইনভাইট করা হয় সকলকে। তখন কিন্তু সেখানে ব্যাপারটা এমন হয় যে, যে জায়গা পায় সে বসবে। আর যে জায়গা পায় না সে বসবে না।
কিন্তু এভাবে যাদেরকে আসলে বিনা দাওয়াতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে দেখলাম। অর্থাৎ যখন তিনি আসলেন অর্থাৎ আমাদের মূল গেস্ট। তিনি আসার সাথে সাথেই শিক্ষার্থীদের একেবারে অনেক ঢল নামলো এবং স্বাভাবিকভাবেই অডিটোরিয়ামে তার ধারণক্ষমতা ছিল না। এবং এই নিয়েই প্রায় কয়েক পক্ষ আলাদা আলাদা হয়ে গেলো শিক্ষার্থীরা এবং তারা নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি করা শুরু করলো। অর্থাৎ একে তো তারা বিনা দাওয়াতের মেহমান। অর্থাৎ তাদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি পর্যন্ত নেওয়া হয়নি। এরপরে আবার তারা হট্টগোল সৃষ্টি করলো, ব্যাপারগুলো সত্যিই অদ্ভুত।