প্রিয় মানুষের সাপোর্ট
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আপনি কি জানেন অনেক মানুষ বিশ্বাস করতে চায় যে, মানুষ একা বেঁচে থাকতে পারে। কিন্তু আমি মনে করি মানুষ আসলে কখনোই একা বেঁচে থাকতে পারে না। কারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য হলেও মানুষের দরকার অন্য আরেকটি মানুষের হেল্প। অর্থাৎ বলা চলে যে মানুষের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়।
কিছু কিছু মানুষের সাপোর্ট ছাড়া আমরা সামনের দিকে এগিয়ে যাবো এমনটা ভাবতেই পারি না। আসলে এমনটা ভাবতে না পারার অনেক কারণ রয়েছে। কারণ আমরা আমাদের ওই প্রিয় মানুষদের উপরে অনেকটাই নির্ভরশীল এবং তাদের উপর নির্ভরশীল বলে আমাদের একটা এক্সপেকটেশন সবসময় থাকে যে তারা আমাদেরকে বিভিন্ন কাজের সাপোর্ট করবে। আমাদের বিভিন্ন কাজে সাহায্য করবে এবং আমাদের বিভিন্ন কাজে আমাদের পাশে থাকবে।
ঠিক একইভাবে প্রিয় মানুষের সাপোর্ট অনেক বেশি জরুরী। কারণ আমাদের বিভিন্ন চলার পথে। অর্থাৎ আমাদের জীবনের চলার পথে বিভিন্ন সিদ্ধান্তের, প্রিয় মানুষের সাপোর্ট ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। এটা ঠিক যে আমরা আসলে কখনো যদি অন্য মানুষের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পরি। সেটা আমাদের জন্য হবে একটি খারাপ দিক। কিন্তু এই খারাপ দিকের মধ্যেও একটা ভালো দিক হলো। প্রিয় মানুষের সাপোর্ট যদি সাথে থাকে। তাহলে জীবনের পথে এগিয়ে চলাটা অনেক বেশি সহজ হবে।কারণ জীবনে চলতে গেলে আমাদের একজন সাপোর্টার বা ভরসার হাত অবশ্যই দরকার হয়। যাদের ছাড়া আমরা কখনোই অনেক দূর এগিয়ে যেতে পারবো না।
পুরোপুরিভাবে অন্যর উপর নির্ভরশীল হওয়া আর প্রিয় মানুষের সাপোর্ট এটা একদম ভিন্ন দুটি কথা। মানুষ একা কখনোই বাঁচতে পারে না। অবশ্যই তাকে সাপোর্ট নিয়ে বাঁচতে হয়। কারণ প্রতিটি মানুষের পারফেক্টশন ঠিক নেই। সবাই একে অপরের প্রতি নির্ভরশীল হয়ে থাকে। আর মানুষের প্রিয় মানুষের সাপোর্ট পেলে তখন জীবনটা আরো সুন্দর হয়।
জীবনের সর্ব ক্ষেত্রে প্রিয়জনরা যদি সাপোর্ট করে এগিয়ে আসে তখন সেই জীবন ধন্য হয়। আর সেই জীবনে সফলতা খুব সহজে পাওয়া যায়। যাই হোক বেশ চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।