ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়
মহাত্মা গান্ধীর কথা শোনেননি এমন মানুষ অনেক কম রয়েছে। তিনি তার জীবনে কোন ধরনের হিংসা বিদ্বেষ এসব দিয়ে দেশ স্বাধীন করতে চার নি। তিনি চাইছিলেন ভালোবাসা দিয়ে এই দেশকে স্বাধীন করবো এবং তিনি সেটা করেও দেখেছেন। এতে করেই বুঝা যায় ভালোবাসা দিয়ে চাইলে বিশ্বজয করা যায়। এটা তারই বাস্তব প্রমাণ বলে আমি মনে করি। তাই ভালোবাসা কোন ভালোবাসা কোন সহজ বিষয় নয়। ভালোবাসা অলৌকিক একটি বিষয়। যেটা ঈশ্বর প্রদত্ত। এই ভালোবাসা দিয়ে চাইলে আপনি পৃথিবীর সব থেকে কঠিন কাজও করে নিতে পারবেন।
ভালোবাসা নিয়ে এমন অনেক উদাহরণ রয়েছে ভালবাসার জন্যই একে অপরের কাছে এসেছে। দুটি দেশ একসাথে বন্ধুত্বপূর্ণ আচরণে এসেছে। আবার এই হিংসা-বিদ্বেষের কারণে দুইটা দেশ আলাদা হয়ে গেছে। ইতিহাসে এরকম নজির বহু আছে কিন্তু আমরা কোন রাস্তায় চলবো সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমাদের মতামত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালোবাসা দিয়েই সবকিছু করা উচিত। একে অপরের বিশ্বাস রাখাটাও একটি বড় পাওয়া বলে আমি মনে করি।
আসুন আজ থেকে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি হিংসা-বিদ্বেষ এসব ছেড়ে আমরা সবাই ভালোবাসা রাস্তায় নামবো। এই ভালোবাসাকে ভালোভাবে বুঝতে শিখব একে অপরকে আমরা খারাপ সময় সাহায্য করবো। একে অপরের সুখ-দুঃখে সবসময় আমরা একে অপরের পাশে থাকব। তাহলেই তো চমৎকার একটি পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো তাই নয় কি! আপনারা কি মনে করেন সেটা অবশ্যই মন্তব্য লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
সবচাইতে শক্ত কোন বন্ধন, বা কোন শক্ত ফর্মুলা থাকলে সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে আসলে সবকিছু জয় করা যায়,তবে সেটা অনেকেই বোঝেনা। যাইহোক বেশ ভালো একটি বিষয় তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।