অশান্তি সমাধান নয়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটা লেখা আপনাদের সাথে শেয়ার করি। যেটা আসলে বর্তমানে সময়োউপযোগী হবে কারণ বর্তমান পরিস্থিতি যেহেতু খুব একটা শান্ত নয়। সে হিসেবেই ভাবলাম এই লেখাটি লেখা। কারণ মাঝেমধ্যে আমার মনে হয় যে, আমাদের মনের বোধহয় মৃত্যু হয়েছে। কারন আমাদের মনটা দিন দিন এতো বেশি বিষাক্ত হয়ে উঠছে। যেটা সত্যি খুব অবাক লাগে।
আমরা যেকোনো কিছুর সমাধান হিসেবেই প্রথমে কি বেছে নেই, আপনারা কি জানেন?আসলে আমরা যে কোনো কিছুর সমাধান হিসেবে প্রথমেই যেটা বেছে নেই। সেটা হচ্ছে অশান্তি অর্থাৎ আমাদের এটাই মনে হয় বারবার যে, আমি কোনো কিছু হাসিল করতে পারছি না। তার মানে আমার অশান্তি করতে হবে। আমার জোর জুলুম করতে হবে এবং এভাবেই আমি আমার সবটা আদায় করতে পারবো।অর্থাৎ যেটা আমার নয়। সেটাও আমি আদায় করতে পারবো।
কিন্তু কোনো অশান্তি কখনোই সমাধান হতে পারে না। হ্যাঁ, হয়তোবা আপনি যে অশান্তিটা করবেন। সেটা থেকে বাঁচার জন্য আপনার সামনের মানুষটি আপনার ইচ্ছে পূরণ করে দিবে তার অনিচ্ছা শর্তে ও।অর্থাৎ তার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা করে হলেও হয়তো সে আপনাকে সেটিস্ফাইড করবে। কিন্তু আপনি যে তার উপরে জুলুম করে আপনার নিজের হক আদায় করছেন। তাতে কিন্তু আপনি পার পাবেন না। অর্থাৎ আপনাকে এর জন্য অনেক বেশি মূল্য দিতে হবে এবং যেটা হয়তো অনেক বেশি হয়ে যায়। অর্থাৎ যেটা অনেক সময় আপনার জুলুমের চেয়েও অনেক বেশি শাস্তি হয়ে যায় এবং এটার জন্য কিন্তু আপনি দায়ী।
আমাদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যে কোনো সমস্যা হতেই পারে। তা সমাধান হিসেবে আমাদের কিভাবে শান্তি বজায় রেখে কাজ করা যায় সেটা ভাবতে হবে। সব সময় অশান্তি করাই সমাধান হয় না। আমাদের তাই সব সময় উচিত অশান্তি এড়িয়ে শান্তিপূর্ণভাবে যেকোনো কাজ করতে পারি এবং যেকোনো সমস্যার সমাধানও করতে পারি।
হ্যালো বন্ধু, চমৎকার পোস্ট, খুব আকর্ষণীয় এবং আরো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত. শুভেচ্ছা ও আশীর্বাদ