ভরসা না হোক দুর্বলতা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের ভরসা মাঝেমধ্যে আমাদের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। কারণ বিশেষ করে আমরা যদি কোনো মানুষকে অনেক বেশি ভরসা করি। দেখা যায় আমরা যতোদিন যায়, ততো বেশি দুর্বল হয়ে পরি।আসলে এখানে দুর্বল হওয়া বলতে আমি যেটা বুঝাচ্ছি। সেটা হচ্ছে নির্ভরশীল হয়ে পরা। ভালোবাসার মানুষ যদি আমাদেরকে সব সময় আগলে রাখে। স্বাভাবিকভাবেই যতোদিন যায়, আমরা তাদের উপরে নির্ভরশীল হয়ে পরি। কারণ তারা আমাদেরকে সেই সেফটি, সেই আগলে রাখাটা আমাদেরকে দেয়।
এখন এই ব্যাপারটি যতোদিন চলতে থাকে। ততোই কিন্তু আমরা তাদের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পরি। অর্থাৎ একজন এরকম ভালোবাসার মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যায়, ভালোবাসার মানুষটি জীবনের কিছুটা সময় অনেক বেশি ভালোবাসা দিলো। আর এরপরে কোনো এক মুহূর্তে হাত ছেড়ে চলে গেলো। তখন সেটা সত্যিই অনেক বেশি ভয়ংকর ব্যাপার হয়। কারণ ততোদিনে আপনার কিন্তু ওই মানুষটির অভ্যাস হয়ে গিয়েছে।
তাই ভরসার মানুষ থাকা, ভালো মানুষকে ভরসা করাটাও ভালো। কারণ পৃথিবীটা টিকে আছে ভরসার উপরে। কিন্তু এই ভরসা করতে গিয়ে আমরা যদি আসলে নির্ভরশীল হয়ে পরি। সেটা আমাদের জন্যই অনেক ক্ষতির।কারণ মানুষকে একবার নিজের দুর্বলতা দেখিয়ে ফেললে, তারা আসলে পেয়ে বসে। অর্থাৎ আমি যদি কাউকে আমার দুর্বলতা দেখিয়ে ফেলি। সে দু মিনিট ও অপেক্ষা করবে না আপনাকে জখম করার জন্য। সেটা শারীরিকভাবে না হোক, মানসিক ভাবে তো অবশ্যই। তাই আসলে মাঝেমধ্যে মনে হয় যে প্রিয় মানুষদের সাথেও একটা বাউন্ডারি মেনটেইন করা উচিত। কারণ তারা তাহলে আর এভাবে হুট করে কষ্ট দিতে পারে না।