যেনো কফিনের ঘর!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বিভিন্ন দেশ সম্পর্কে কিংবা বিভিন্ন দেশের কিছু কিছু ব্যাপার সম্পর্কে লেখাপড়া করতে কিংবা নতুন নতুন জিনিস জানতে আমার বরাবরই অনেক ভালো লাগে। তাই তেমনি একটি লেখা পড়ছিলাম। অর্থাৎ বলা চলে একটা নিউজ পেপারের প্রতিবেদন পড়ছিলাম এবং সেই প্রতিবেদনে আমার একটা লেখাতে হঠাৎ চোখ আটকে যায় এবং সেই লেখাটি হলো কফিনের ঘর।

কফিনের ঘর বলতে যে কোনো রহস্যজনক মৃত্যুর কথা কিংবা কোনো ভৌতিক গল্পের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, তা নয়। এটা আসলে একটা হংকংয়ের আলাদা রূপ, যেটা আমরা অনেকেই জানিনা। আমরা অনেকে জানার সুযোগ পাই না। এটা এমন একটা ঘর যেখানে আসলে সূর্যের কোনো আলো পৌঁছায় না অর্থাৎ ছোট ছোট বাঙ্ক এর মধ্যে এই ঘরগুলো।

হংকং এর মূল শহর থেকে খানিকটা দূরেই এই কফিনের ঘর অর্থাৎ যদি সময় হিসাব করি তাহলে প্রায় ২০ থেকে ২৫ মিনিট দূরত্বে এই ঘরগুলো। এখানে প্রায় ৫০০ বর্গফুট ঘরের মধ্যে ৩০ জনের ও বেশি মানুষ একসঙ্গে অনেক বেশি কষ্ট করে থাকে। প্রতি বাঙ্ক এ অর্থাৎ প্রতি সারিতে ১৬ টা করে ঘর থাকে। আর তার মধ্যে তাকে ৩২ টি বাঙ্ক। অর্থাৎ বলা চলে কফিনের মতোই।

কিন্তু এখানের ভাড়া আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশ বা ভারতের একেবারে নামিদামি ফ্ল্যাট রর ভাড়া থেকেও অনেক বেশি। অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার মতোন এক একটি ব্যাঙ্ক এর ভাড়া। এখানে নেশাগ্রস্ত, বিভিন্ন অপরাধী, বিভিন্ন ক্রাইম করার লোক সকলকে আপনারা পেয়ে যেতে পারেন এবং অনেক দরিদ্র মানুষ ও এখানে থাকে। আর এতোটাই ভয়ঙ্কর এই জায়গাটি। অর্থাৎ এই কফিনের ঘরগুলো যে, ওখানে কোনো সূর্যের আলো পৌঁছায় না এবং ওইখানেই তারা সংসার নিয়ে থাকে। সত্যিই কি অদ্ভুত ব্যাপার তাই না? আসলে হংকং জায়গাটি বলতেই আমাদের চোখের সামনে একেবারে একটা ঝকঝকে শহর উঠে আসে। যেখানে প্রাণ খুলে ঘুরে বেড়ানো যায়। কিন্তু তার মাঝেই থাকে এই এক ধরনের কফিনের ঘর। যেখানে বাস হয় অনেক মানুষে।কিন্তু আমরা কেউ জানতেও পারি না।

আমি নিজেও জানতাম না। তাই জানার পরেই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা google সার্চ করলে হয়তো আরো অনেক তথ্য পেয়ে যাবেন।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 92730.79
ETH 3342.45
USDT 1.00
SBD 3.76