অন্ধকার থেকে আলোয় ফেরা (দ্বিতীয় পর্ব)

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


মেয়েটা চিৎকার করার আগেই তারা তাদের মেয়েটাকে ধরে হাত-পা,মুখ বেঁধে ফেলে। তারপর সেখান থেকে ডাকাতি করা শেষ হলে তারা চুপচাপ সেখান থেকে সটকে পড়ে। এক একটা ডাকাতি করার পরে সাইফ এবং তার দল বেশ কিছুদিন নিশ্চিন্তে কাটায়। টাকা-পয়সা শেষ হয়ে গেলে তারা তখন আবার ডাকাতির পরিকল্পনা করে। বেশ কিছুদিন ধরে তারা ডাকাতি করলেও কখনো তাদেরকে পুলিশের কাছে ধরা খেতে হয়নি। কারণ সাইফ এবং তার দল দেশের বিভিন্ন জায়গায় ঘুরেফিরে ডাকাতি করে।

1000001527.png

তারা কখনো একই জায়গা দুইবার ডাকাতি করতে যায় না। এভাবে একদিন সাইফ তার দল নিয়ে একটা বাড়িতে গিয়েছিলো ডাকাতি করতে তবে। সেখানে গিয়ে কিছুটা প্রতিরোধের সম্মুখীন হয়েছিলো। কারণ বাড়িওয়ালা 40 বছর বয়স্ক শক্তিশালী মানুষ। সে সাইফের দলের দুজনকে মেরে আহত করেছিলো। দলের সদস্যদের মার খাওয়া দেখে সাইফের মাথায় রক্ত উঠে গিয়েছিলো। সে যখন লোকটাকে ধরে কোপ দিতে যাবে। তখন লোকটার ছোট মেয়েটা দৌড়ে এসে সাইফের পা জড়িয়ে ধরে বলে ভাইয়া প্লিজ আমার বাবাকে মেরো না।

কথাটা সাইফের কানে যেতেই তার কি যেনো হয়ে যায়। তখন আর সে ডাকাতি না করে দলের লোকজনকে নিয়ে সেই বাড়ি থেকে চলে আসে। সাইফের দলের সবাই অবাক হয়ে যায়। প্রথমে তারা সাইফকে কিছুই বলে না। কারণ তারা খেয়াল করে দেখে সেই বাড়ি থেকে আসার পরে সাইফ যেনো কেমন অন্যমনস্ক হয়ে রয়েছে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.19
JST 0.035
BTC 92221.99
ETH 3313.28
USDT 1.00
SBD 3.85