কুশন কাভারে হ্যান্ডপেইন্ট

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন।সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আজও আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

হ্যান্ড পেইন্ট করতে আমার খুবই ভালো লাগে। আমার খুব ইচ্ছা হয় যেন আমার শখের জিনিসগুলোতে আমি হ্যান্ডপেিন্ট করে সাজাই। কিন্তু সময় স্বল্পতার কারণে করা হয়ে ওঠে না। অনেক দিন আগে কাপড় কিনে রেখেছিলাম ঘরে হ্যান্ড পেইন্ট করবো বলে।কিন্তু করা হয় নি।আজ অনেকটা হাতে সময় নিয়ে করতে বসেছিলাম। কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন অবশ্যই।

উপকরণসমূহ

  • হালকা নীল রঙের কাপড়
  • রং তুলি
  • কালো এক্রালিক রং
  • সাদা রং
  • লাল রং
  • হলুদ রং
  • বেগুনি রং
  • গোলাপি রং

  • প্রথমে কাপড়ের উপরের অংশে নীল রং দিয়ে শেড বানিয়ে নিয়েছি।

  • তারপর নিচের অংশে সাদা রং দিয়ে আবারও শেড বানিয়ে নিয়েছি। বাতাসে শুকিয়ে নিয়েছি।

  • ভালোভাবে শুকানো হয়ে এলে কালো রং দিয়ে একটি গাছ এঁকে নিয়েছি।

  • পুরো গাছ টাতে কালো রং দিয়ে ভরাট করে দিয়েছি।

  • এরপর কালো রং দিয়ে আবার চিকন চিকন ডালপালা এঁকেছি।

  • এবার সাদা রং দিয়ে গাছের সব জায়গায় এরকম ফুল করে নিয়েছি।

  • হলুদ রং দিয়ে কিছু কিছু ফুল ভরাট করেছি।

  • এরপর বেগুনি লাল হলুদ গোলাপি রঙের ফুল করেছি।

ফাইনাল লুক

  • এই হলো কুশন কভারের ফাইনাল লুক।
এই ছিল আমার আজকের আয়োজন।ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।❤️❤️

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

কুশন কাভারে হ্যান্ডপেইন্ট করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দারুন একটি ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গাছের সাথে ছোট ছোট ফুলগুলো বেশ মানিয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 last month 

এতো সুন্দর করে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

কুশন কাভারের উপর দারুন একটি হ্যান্ড পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে কাজটি করেছেন যা দেখতেও বেশ ভালো লাগছে। খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমার করা পেইন্টিং টি আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ভালো থাকবেন।

 last month 

কুশন কাভারের উপর দারুন একটি হ্যান্ড পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেন্টিং টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে কাজটি করেছেন যা দেখতেও বেশ ভালো লাগছে। খুবই নিখুঁতভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

দারুন কালারফুল পেইন্টিং অংকন করেছেন আপু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। রঙিন কাগজের উপরে এমন সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটা মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু ইচ্ছে থাকলেও সময় স্বল্পতার কারণে অনেক কিছুই করা হয়ে ওঠে না। কুশন কাভারে হ্যান্ডপেইন্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের কাজ যদিও কখনো করা হয়নি। তবে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা দেখে খুবই ভালো লেগেছে আমার। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু।

 last month 

আমার খুবই ভালো লাগে এ ধরনের কাজ করতে।অনেক ধন্যবাদ আপু।

 last month 

আসলেই শখের জিনিসগুলোতে নিজের মন মতো পেইন্টিং করতে খুবই ভালো লাগে। কুশন কভারে খুব সুন্দর পেইন্টিং করেছেন আপু। গাছটাতে বিভিন্ন কালারের ফুল গুলো দেখতে খুবই ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড টা তো খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু দারুন একটা জিনিস শেয়ার করার জন্য।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল

 last month 

কলেজে থাকতে একবার হ্যান্ড পেইন্টের একটি ড্রেস বানিয়েছিলাম। আমার বান্ধবী পেইন্ট করে দিয়েছিল। খুব সুন্দর লাগে কাপড়ের উপরে এই পেইন্টগুলো। আপনার আজকের কুশন কাভারের উপরে হ্যান্ড পেইন্টি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলগুলো কালারফুল দেয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। কুশনে লাগালেও দেখতে খুব চমৎকার লাগবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15