মাটির ফুলদানি পেইন্টিং

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আ।ছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও তাপ দাহ শুরু হয়ে গেছে। সবার ভালো থাকাটা অনেকটা। কষ্টকর হয়ে যাচ্ছে।তারপরও সবাইকে ভালো থাকতে হবে। ভালো থাকার চেষ্টা করতে হবে। তাই মনকে ভালো রাখার জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।আশা করি আজকের ব্লগ টি আপনাদের কাছে ভালো লাগবে।

আজ আমি আপনাদের সাথে ছোট মাটির ফুলদানির পেইন্টিং শেয়ার করব। পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তবে এখন সংসারিক নানা ঝামেলায় নিজের কাজ করার মতো সময় যেন একদমই পাইনা। শখের কোন কাজ করে উঠতে গেলে যেন নানা বাধা হয়ে এসে দাঁড়ায়। এই ফুলদানিটি আমি বেশ কয়েক মাস আগেই কিনে রেখেছিলাম পেইন্টিং করার। জন্য। কিন্তু সময় স্বল্পতার কারণেই করে উঠতে পারছিলাম না তবে আজ অনেক কষ্টের ছেলেকে ঘুম পাড়িয়ে কাজ টা শেষ করেছি।

#:উপকরণ

  • সাদা রং
  • সবুজ রং
  • দুটি তুলি
  • লাল চুমকি
  • ছোট ডলার
  • গাম
  • মাটির ফুলদানি

  • প্রথমে মাটির ফুলদানি তে চ্যাপ্টা ব্রাশ দিয়ে সাদা রং করে শুকিয়ে নিয়েছি।

  • এবার দ্বিতীয় দফায় আবার সাদা রং দিয়েছি কারণ একবার দেওয়াতে খুব গাঢ় রং হয়নি।সাদা রং যত গাঢ় হবে তত সবকিছু ভালো ভাবে ফুটে উঠবে।

  • এরপর সবুজ রং দিয়ে পুরো সাদা রং ঢেকে দিয়েছি।

  • এবার আঠা দিয়ে ডলার গুলো বসিয়েছি।

  • সবগুলো ডলার বসানো হলে বাতাসে শুকিয়ে নিয়েছি।

  • এরপর আঠা দিয়ে আবারও লাল চুমকি গুলো বসিয়েছি।

এই হলো আমার মিনি ফুলদানির পেইন্টিং এর ফাইনাল লুক।

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

এই সময় গরম অনেক বেড়ে যাচ্ছে। তাপমাত্রা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। এই সময় ভালো থাকা অনেক কঠিন হয়ে গেছে। আপু আপনি মাটির তৈরি করা পাত্রের উপর দারুন পেইন্টিং করেছেন। দেখতে দুর্দান্ত হয়েছে। অসাধারণ ছিল আপনার হাতের কাজ।

 5 months ago 

এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 5 months ago 

আপু আমি ও এর আগে আমাদের দুটা পুরনো ফুলদানি নিজে রং করে নতুন করে সাজিয়ে ছিলাম।আপনার ফুলদানি টি ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য।

 5 months ago 

খুব চমৎকারভাবে মাটির ফুলদানি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর সুন্দর কাজ গুলো দেখে আমার খুবই ভালো লাগে। এগুলো নিজেদের সুন্দর দক্ষতা থেকেই করা সম্ভব। বেশ অসাধারণ হয়েছে আপু। এত সুন্দর একটি পেইন্টিং করে দেখানোর জন্য ধন্যবাদ।

 5 months ago 

সময় নিয়ে আমার পোস্ট টি পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 5 months ago 

মাঝে মাঝে কিছু জিনিস ঘরে তৈরি করলে বাইরে কেনা জিনিস অপেক্ষা অনেক বেশি ভালো হয়। তার সব থেকে বড় একটি উদাহরণ হল আজকের আপনার মাটির ফুলদানির পেইন্টিং। আসলে আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন কারুকার্য দিয়ে মাটির ফুলদানিটি সাজিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ক্রিয়েটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

নিজের মনের মত করে কোন জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 5 months ago 

খুবই সুন্দর একটি ডিসাইন তৈরী করলেন আপু মাটির ফুলদানির উপর। সত্যিই দারুন হয়েছে পেইন্টিংটি। আমিও আগে এমন বিভিন্ন ডিসাইন তৈরী করতাম কিন্তু সময়ের অভাবে এখন আর পারি না। ধন্যবাদ আপু আপনাকে।

 5 months ago 

আমার পেইন্টিং টা আপনার কাছে ভালো লেগেছে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ,আপনাকে।

 5 months ago 

বেশ দারুণ হয়েছে তো আপু আপনার আজকের এই পোস্ট। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর একটি আর্ট করতে দেখে। অসাধারণভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করেছেন। এত সুন্দর আর্ট করে দেখানোর জন্য ধন্যবাদ।

 5 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

মাটির ফুলদানির উপর পেইন্টিং করা আমার কাছে এ বিষয়গুলো খুবই ইউনিক লাগে। এই ধরনের পেইন্টিং দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে।আমরা সাধারণত মাটির ফুলদানির কে সাধারণভাবে সাজিয়ে রাখি। যদি সুন্দর ভাবে পেইন্টিং করে ঘরের বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা যায় দেখতে ভীষণ ভালো লাগে। আপনার পেইন্টিংটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন না।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60997.20
ETH 2384.69
USDT 1.00
SBD 2.56