হলো রাত হলো মানুষের ঘুমের জন্যে।তবে আমরা বেশিরভাগ ই ঘুমের সময় জেগে থাকি আর জেগে থাকার সময় ঘুমিয়ে থাকি।
আপু,ঠিক কথা বলেছেন রাত হচ্ছে ঘুমের জন্য কিন্তু আমরা বেশির ভাগই রাত জাগার কারণে সকালবেলার ঘুমটা এমন মজার লাগে।আর এই ঘুম যদি ঠিকভাবে না হয়,সকালে কোনো কাজেই মন সায় দেয় না। আপু, আমরাও আগে সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম, আবার সকালে ঘুম থেকে উঠে যেতাম আর এখন যেন সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে । আপু, এখন আমাদের যে এই এরকম সমস্যা হচ্ছে তাই নয় আমার বাবু রাত বারোটার আগে ঘুমায় না। আসলে সত্যিই আমরা সবাই নিশাচর হয়ে যাচ্ছি হাহাহা।ভালো লাগলো আপু আপনার লেখাটা পড়ে। ধন্যবাদ 🥰🥰
হ্যা,সকাল বেলার ঘুমের সাথে কোনো কিছুর ই আসলে তুলনা হয়না।