You are viewing a single comment's thread from:
RE: নিজস্ব অভিব্যাক্তিঃ ভালোবাসা না হোক অপাত্রে দান।
আপু, আপনার লেখাটা আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। আপনার লেখাটা আমার খুবই ভালো লেগেছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনার নানু কিছুটা সুস্থ হয়ে উঠেছে জেনে খুব ভাল লাগেছে।আপু,আমি অবশ্য আইরিন থেকে আপনার খবর নিয়েছিলাম।
তবে তার দিক থেকে ফিরে আসাটা খুব যন্ত্রণারই হয়ে যায়।
আপু,আমরা মানুষ সৃষ্টির সেরা জীব একজন মানুষের প্রতি একজন মানুষ দুর্বল হওয়া টা স্বাভাবিক। তবে যে ভালোবাসার মধ্যে শ্রদ্ধা এবং ভালবাসা থাকবে না সে ভালোবাসা থেকে দূরে চলে আসাটাই বেশি ভালো। ভালোবাসাটা খুবই স্পেশাল একটা জিনিস তাই যাকে তাকে ভালোবেসে তার থেকে মন সরিয়ে আনা টা খুবই যন্ত্রণাদায়ক।আপু,আপনার কথা মতে আমিও একমত পোষণ করছি আগে মানুষটা কে চিনে বুঝে তারপরে তাকে ভালোবাসাটা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপু,আপনার লেখাটি পড়ে খুবই ভালো লেগেছে।।
হ্যা এই আগের মতোই আছে এখনো।ধন্যবাদ। 🥰
একদম তাই,ভেবে চিনতে আগানো উচিত।