You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || ভালোবাসতে চাই তবুও || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

ভাইয়া,আপনার কবিতা এবং আপনার লেখাগুলো পড়তে পড়তে এখন আপনার কবিতা এবং লেখার ভক্ত হয়ে গেছি 🥰 ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে,আবার ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছাড়তে পারে।ভালোবাসা যেমন মানুষের মন কে উৎসাহিত করে,আবর ভালোবাসা মানুষের মনকে ভেঙে দিতে পারে। খুবই খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। এই কবিতাটি আমি দুইবার পড়েছি এত সুন্দর করে ভাইয়া লিখেছেন। ভাইয়া, আমি চিন্তা করছি এই কবিতাটি আমি আবৃত্তি করব।

কেউ আলোকিত করে হৃদয় সুখের আবহে
কেউ সফলতার শীর্ষে উঠে হৃদয়ের আবেগে
কেউ আবেগে ভুল করে ভালোবেসে রাঙায়
কেউ লোভে সম্পর্ক নষ্ট করে মিথ্যে আশায়।

ভাইয়া,কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া, আরো সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম 💐💐

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.029
BTC 75992.84
ETH 1433.38
USDT 1.00
SBD 0.63