You are viewing a single comment's thread from:
RE: ডিম আর টমেটোর মিক্স চাটনি রেসিপি।
আপু, এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে খেতে পারলেন না শুনে সত্যি খুবই দুঃখ লাগছে।আসলে কি আপু, রমজানের মাসে একবার ঘুমালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না।এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে আর যারা সারাদিন জেগে থাকে রাতে একটু বিশ্রাম নেয় তাদের তো খবরই থাকে না ঘুমালে। সে অবস্থা হয়েছে আপনার। ঠিক বলেছেন আপু, রমজান মাসে একটু ভিন্ন রকমের রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আপু, আপনার তৈরি করা ডিম টমেটো দিয়ে চাটনি রেসিপি টি অনেক লোভনীয় হয়েছে আর পরিবারের মানুষ যখন বলছে রেসিপি সুস্বাদু হয়েছে তাহলে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। আপু, ডিম টমেটো দিয়ে চাটনি রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। দেখি আপু, আপনার এই রেসিপিটি আমি বাসায় তৈরি করে খেয়ে দেখব। ধন্যবাদ আপু, আরো নতুন নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন আশা রাখছি🥰
আমার এমনিতে ঘুম আসেনা। আর ঘুম আসলে আর ভাঙ্গতে চায়না মোটেও।হ্যা একদিন খেয়ে দেখবেন।সহজ রেসিপি তাই বানাতেও ঝামেলা নেই।