RE: উদ্দেশ্যহীন // ১০% লাজুক 🦊-কে
দাদা, আপনার পোষ্ট পড়ে সত্যি আমার খুব ভালো লেগেছে। দাদা, আমারও একেক সময় মন চায় অজানা কোন গন্তব্যে ঘুরে আসতে, অপরিচিত অজানা কোন জায়গায়।
তবে দাদা ঘুরতে ইচ্ছে করে বিশেষ করে রিক্সা দিয়ে কিন্তু ট্রেনে চড়ার ইচ্ছা খুবই কম।কারণ বাংলাদেশের ট্রেনের চড়ারা মানে তিক্ত অভিজ্ঞতা নিজের মনের মধ্যে রাখা। বাংলাদেশে ট্রেনে ওঠা যে কত বিরক্তকর সেটা বলে বুঝানো যাবে না।আর ভারতীয় ট্রেনের ব্যবস্থা আমাদের বাংলাদেশের থেকেও অনেকটা ভালো। তাই আপনার ট্রেনে ঘোরাঘুরি করার একটু বেশি ভালো লাগে।দাদা ট্রেনে ওঠার আগে মানুষের ভিড় দেখে আপনার খুবই আনন্দ লেগেছে। আমারও খুবই আনন্দ লেগেছে লেখাটি পড়ে কারণ পৃথিবী থেকে মনে হয় আস্তে আস্তে করোনা নামক প্রাণঘাতী এই ভাইরাসটি বিদায় নিচ্ছে। দাদা,আপনার উদ্দেশ্যহীন পোস্টটা পড়ে ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
আসলে মাঝে কয়েকবার ট্রেনে যখন উঠেছিলাম তখন মানুষ জন দেখাই যেতো না, এইবার আলাদা দৃশ্য। সেটা দেখেই ভালো লাগলো।