RE: গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য ।।পর্ব -০১।।৪ মার্চ ২০২২।।
কোনো গুরুত্বপূর্ণ মানুষকে সময় দেয়া যেমন আবশ্যক তেমনি নিজেকে ও মাঝে মধ্যে সময় দেয়া অত্যন্ত জরুরি।
ঠিক বলেছেন আপনি গুরুত্বপূর্ণ মানুষগুলোকে সময় দেওয়া যতটা প্রয়োজন নিজেকেও কিছুটা সময় দেওয়া খুবই প্রয়োজন।নিজেকে সময় দিলে প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দিলে নিজের মন-মানসিকতা সত্যিই ভালো থাকে। গ্রামের পরিবেশটা অন্য রকম সুন্দর গ্রামের পরিবেশে গ্রামের বাতাসের মধ্যে নেই শহরের মতো দূষণ। গ্রামে দূষণ মুক্ত পরিবেশে শ্বাস নেওয়া টা অনেক পাওয়া। শহরের ইট বালু আর কংক্রিটের মত শহরের মানুষের মন গুলো। গ্রাম বাংলায় এখনো গ্রামের মানুষগুলো সহজ সরল জীবনযাপন করে।আমারো যেতে ইচ্ছে করে গ্রামীণ পরিবেশে । যাই হোক দাদা, আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই আমার খুব ভালো লেগেছে। আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে গ্রামের সহজ সরল মানুষ গুলো হেঁটে যাচ্ছে এই ফটোগ্রাফি টা সাধারণ সুন্দর হয়েছে। অনেকদিন পরে এতো সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম।
ধন্যবাদ, এত সুন্দর গ্রামীণ ফটোগ্রাফির গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।