DIY-এসো নিজে করি ||রমজান মাসের স্পেশাল অংকন||by @ripon999||১০% ও ৫% বেনিফিসিয়ারিস

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


আসসালামু-আলাইকুম সকলকে


আমি @ripon999 বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি

সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।এই রমজান মাস উপলক্ষে আজকে আমি আপনাদের মাঝে একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি আশা করি সকলের ভাল লাগবে।

আমার আর্টটি

IMG20220427195706.jpg



প্রয়োজনীয় উপকরন

👉 আর্ট পেপার
👉 কালো সাইনপেন
👉 পেন্সিল
👉 রাবার।
👉 সাপ্নার।
👉 স্কেল।

ধাপ :০১

IMG-20220421.jpg

  • প্রথমে আমি একটি চাঁদ অংকন করি।

ধাপ :০২


IMG-202204292.jpg

  • তারপর চাঁদের পাশেই মসজিদ আঁকার জন্য কিছুটা আর্ট করলাম।

ধাপ :০৩


IMG-202204278.jpg

  • মসজিদের মধ্যে দরজা এবং জানালা আর্ট করলাম।

ধাপ :০৪


IMG-202204286.jpg

  • মসজিদের উপর একটি গম্বুজও এঁকে দিলাম।

ধাপ :০৫


IMG-202204316.jpg

  • গম্বুজের মাথা ছাড়া ভাল দেখা যাচ্ছিল না,তাই গম্বুজের মাথাও আর্ট করে দিলাম।

ধাপ :০৬


IMG-202204745.jpg

  • তারপর চাঁদ এবং মসজিদের পাশেই একটি মিনার আর্ট করলাম।

ধাপ :০৭


IMG-202204659.jpg

  • আর্টটি আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাম দিকে আরও একটি নকশা আর্ট করলাম।

ধাপ :০৮


IMG-202204954.jpg

  • তারপর আমি মসজিদে এবং মিনারে পেন্সিল দিয়ে কালার করলামএবং মিনারের দরজা এবং জানালা আর্ট করলাম।

ধাপ :০৯

IMG-20220425.jpg

  • তারপর আমি বাম দিকের নকশাতে হালকা কালার করলাম।

ধাপ :১০


IMG20220427181316.jpg

  • এবারে আমি আমার আর্টটিতে সিগনাচার দিয়ে আর্টটি শেষ করি।

সর্বশেষধাপ

IMG20220427194809.jpg

  • সব শেষে আমি আমার আর্টটি নিয়ে একটি সেলফি তুলি।

আমার পরিচয়


আমি মো:তারিকুল ইসলাম রিপন।স্টিমিটে আমার ইউজার আইডি @ripon999.আমি একজন বাংলাদেশি।আমার মাতৃভাষা বাংলা।আমি একজন ছাত্র।দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়নরত।আমি আর্ট করতে অনেক ভালবাসি।তাছাড়া আমি খাবারের রিভিউ,মুভি রিভিউ,ফটোগ্রাফি করতেও ভালবাসি।

DSC_0172_2.JPG



আমি আমার এই পোস্টটির ১০% লাজুক খ্যাকের জন্য এবং ৫ % এবিবি স্কুলের জন্য উৎসর্গ করলাম



Sort:  
 2 years ago 

আপনি গত পাঁচদিন ধরে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করছেন না। আপনি হয়তো নতুন নিয়ম সম্পর্কে অবগত আছেন। বেশিদিন ইন্যাক্টিভ থাকলে আমরা আপনার লেবেল উঠিয়ে দিতে বাধ্য হবো। যেহেতু আপনি অনেক কষ্ট করে আবার শুরু করেছেন আমি চাইনা আপনার লেভেলটি উঠে যাক। তাই দ্রুত একটিভ হয়ে আমার সাথে কথা বলুন।

 2 years ago 

ভাইয়া আমি অত্যন্ত দুঃখিত।ঈদে একটু ব্যস্ত তো তাই পোস্ট করতে পারিনি।

 2 years ago 

আপনিতো পেন্সিল দিয়ে ভালো অংকন করতে পারেন ভাই। সুন্দর হয়েছে আপনার অংকনটি। আশা করি সামনে আরও ভাল ভাল অংকন শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইনশা-আল্লাহ ভাইয়া পরবর্তিতে আরও ভাল কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রমজান মাসের স্পেশাল অংকনটি সত্যিই অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি খুব নিখুঁতভাবে আর টি সম্পূর্ণ করেছেন। সত্যিই আর্টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার অংকনটি আপনার কাছে ভাল লেগেছে বলে।পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও ভাইয়া রমজান মাস উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

শুরু থেকে শেষ অবদি আমার চিত্রাংকনটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রমজান মাসের স্পেশাল অংকন দেখতে অনেক অনেক ভালো লাগছে ভাইয়া। আপনি খুবই দক্ষতার সাথে রমজান মাসের স্পেশাল অংকন সম্পন্ন করেছেন। আপনার হাতের কারুকাজ দিয়ে খুবই নিখুঁতভাবে রমজান মাসের স্পেশাল অংকনটি উপস্থাপন করেছেন। এই অংকনটির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

রমজান মাস চলছে আর এই রমজান মাস কে কেন্দ্র করে আপনার করা অংকনটি আমার কাছে ভালই লেগেছে।
অংকনটিতে রং ব্যবহার করলে দেখতে হয়ত আরো আকর্ষণীয় লাগতো। যাইহোক আপনার উপস্থাপনা ও বেশ দারুন হয়েছে ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

রং দিতে চেয়েছিলাম কিন্তু পড়ে ভেবে দেখলাম পেন্সিল স্কেচই করি।তাই রং দেই নি।আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর আর্ট সম্পন্ন করেছেন। আসলে এখনও রমজান মাস, এই জাতীয় আর্ট গুলো রমজান মাসের বেশি মানায়। খুব ভাল লেগেছে আপনার এই রমজানের আর্ট দেখে।

 2 years ago 

জি ভাইয়া সে জন্যই আমি এই আর্টটি করেছি।আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

রমজান মাস উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি আর্ট তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আমার আর্টটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিকেই বলেছেন ভাইয়া রমজান মাসের সব কিছুই স্পেশাল হয়, আপনার পেন্সিল স্কেচটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, যদি কালার করতেন তাহলে আরো বেশি সুন্দর হইতো ভাইয়া, এমনিতেই যা সুন্দর লাগতেছে ভাইয়া বলার বাইরে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

জি ভাইয়া আমারও এখন মনে হচ্ছে কালার করলেই মনে হয় ভাল হত।যাই হোক যেটা হয়েছে, হয়েছে।পরবর্তিতে ভাল কিছু দেওয়ার চেষ্টা করব।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রমজান মাস উপলক্ষে স্পেশাল আর্টটি আসলেই স্পেশাল হয়েছে। আপনার আর্টটি খুব চমৎকার লেগেছে আমার কাছে। তাছাড়া আর্ট করার প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যার কারণে পোস্টটি আরও বেশি আকর্ষণীয় হয়েছে।

 2 years ago 

আপনাদের কাছে ভাল লাগলেই আমার সার্থকতা।অনেক ভাল লাগতিছে আলনাদের কমেন্ট গুলো পড়ে।ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56758.93
ETH 3033.46
USDT 1.00
SBD 2.30