লেভেল-০৩ হতে আমার অর্জন|| by @ripon999|| ২৪ এপ্রিল ২০২২||১০ এবং ৫% বেনিফিসিয়ারিস

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু-আলাইকুম সকলকে

আমি @ripon999 বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি



সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে লেভেল-৩ এর লিখিত পরিক্ষা নিয়ে হাজির হয়েছি।লেভেল-৩ এ আমি ভাইভা দেওয়ার পর যা যা শিখেছি সেগুলো লিখিত পরিক্ষার মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি সকলের ভাল লাগবে।

IMG20220424195114.jpg



লেভেল-৩ এর লিখিত পরিক্ষা/প্রশ্নের উত্তর

  • প্রশ্ন: মার্কডাউন কি?

  • উত্তর: আমরা যখন কোন কিছু লিখে পোস্ট করি আমাদের সেই লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং লেখাগুলোকে স্বাভাবিকের তুলনায় বেশি আকর্ষণীয় করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যাটকে মার্কডাউন বলা হয়।

  • প্রশ্ন: মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

  • উত্তর:
    👉লেখাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
    👉 পোস্টের ছবিগুলো বা লেখা গুলোকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে মার্কডাউনের গুরুত্ব অপরিসীম।

    প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউন কোডগুলোর প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?


    উত্তর:কোড গুলোকে পোষ্টের মধ্যে দেখানোর জন্য কোডগুলোর আগের চারটা স্পেস দিলেই পোষ্টের মধ্যে মার্কডাউন কোডের প্রতিফলন না ঘটিয়েই দৃশ্যমান দেখানো যায়।

    <br>
    


    • প্রশ্ন:নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে?মার্কডাউন কোড গুলো উল্লেখ করুন?

    • উত্তর: মার্কডাউন কোডগুলো হল:

      |User | Post | Steem power|
      |---|---|---|
      |User-1|10|500|
      |User-2|20|900|

      ফলাফল:
      UserPostSteem power
      User-110500
      User-220900


      • প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম?

      • উত্তর:

       [Source](লিংক)
      

      Source



      • প্রশ্ন:বৃহৎ হতে ক্ষুদ্রতম ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?

      • উত্তর:

      # খুবই বড় সাইজ
      ## বড় সাইজ
      ### মিডিয়াম সাইজ
      #### ছোট সাইজ
      ##### খুব চোট সাইজ
      ###### টিনি সাইজ
      

      ফলাফল:

      খুবই বড় সাইজ

      বড় সাইজ

      মিডিয়াম সাইজ

      ছোট সাইজ

      খুব ছোট সাইজ
      টিনি সাইজ


      • প্রশ্ন:টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন?

      • উত্তর:

      টেক্সট জাস্টিফাই কোড :

      লেখার উপরে <div class="text-justify"> এবং নিচে </div> এটা লিখবো
      


      • প্রশ্ন:কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত?

      • উত্তর:
        👉 জ্ঞান,
        👉 অবিজ্ঞতা ও
        👉 সৃজনশীলতা

        • প্রশ্ন: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর জ্ঞান থাকা জরুরি কেন?

        • উত্তর:ধরুন আপনি কোন একটি বিষয়ের উপর লিখতে গেলেন,যদি সেই বিষয়ের উপর আপনার যথেষ্ট জ্ঞান না থাকে তাহলেতো আপনি ওই বিষয়টা অন্যদের মাঝে ভালভাবে ফুটিয়ে তুলতে পারবেন না আর আপনি আপনার জ্ঞান দিয়ে বিষয়টি ফুটিয়ে তুলতে না পারলে আপনার ব্লগ করা বৃথা হয়ে যাবে।তাই আপনাকে কোন টপিক্স এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিক্স এর উপর জ্ঞান থাকতে হবে।



        • প্রশ্ন: ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.5 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন।তাহলে আপনি কত $ (USDT) রিওয়ার্ড পাবেন?

        উত্তর:যেহেতু কিউরেটরদের স্টিম পাওয়ার দেওয়া হয়,তাই আমি $7 ভোট দিলে সেক্ষেত্রে $7 এর অর্ধেক $3.5 সমমূল্যের স্টিম পাওয়ার পাব।

        তাহলে:
        আমি পাব:($3.5÷0.5)=7 স্টিম পাওয়ার
        আমি 7SP কিউরেশন রিওয়ার্ড পাচ্ছি।



        প্রশ্ন:সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?


        উত্তর:
        👉 পোস্ট পাবলিস হওয়ার ৫ মিনিট পর এবং ৬ দিন ১২ ঘন্টার আগে ভোট দেওয়া।
        👉 কোয়ালিটি সম্পন্ন পোস্ট করা।
        👉পোস্ট পাবলিশ হওয়ার ৫ মিনিট আগে এবং ৭ম দিনের শেষ ১২ ঘন্টার মধ্যে ভোট দেওয়া থেকে বিরত থাকা।



        নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

        উত্তর:অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। আমরা যদি স্টিম পাওয়ারের নির্দিষ্ট একটা অংশ @Heroism এ ডেলিগেশন করি আর যদি @Heroism থেকে ভোট দেওয়া হয় কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশন এর কারনে একটু বেশী সুবিধা পাওয়া য্যাবে।আর আমরা কিউরেশন করলে সাধারণত কিউরেশন রিওয়ার্ড হিসেবে এস পি পাব আর @Heroism এ ডেলিগেট করলে এসবিডি এবং এসপি দুটোই পাব।



        আজ এখানেই শেষ করছি ।

        ইতি @ripon999

        ♥ধন্যবাদ সকলকে♥

        @alsarzilsiam












Sort:  
 2 years ago 

আপনি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছেন যদিও আপনার প্রশ্নের উত্তরগুলো একটু সংক্ষিপ্ত হিসেবে ছিল, তারপরও আপনি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জি ভাই আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি পরবর্তীতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি level3 থেকে যে টপিকস গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন তারই ধারাবাহিকতায় এর পোস্ট শেয়ার করেছেন। সুন্দরভাবে তথ্যগুলো উপস্থাপন করেছেন পরবর্তী লেবেলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

লেভেল-৩ থেকে অনেক কিছু শিখেছি যা আপনাদের মাঝে শেয়ার করলাম।ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

স্বাগতম ভাইজান 💚

 2 years ago 

আমার বাংলা ব্লগের লেভেল ৩ পাশ করেছেন অভিনন্দন আপনাকে ভাই আপনার জন্য শুভ কামনা রইলো এগিয়ে যান।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে শুভ কামনা জানানোর জন্য।

 2 years ago 

খুবিই সুন্দর করে পরীক্ষা দিয়েছেন দেখতে পেলাম,তার মানে এটাও বুঝা গেল আপনি সব কিছু ভালো করে বুঝছেন।ধন্যবাদ সুন্দর পরিক্ষা দেওয়ার জন্য। শুভ কামনা রইল

 2 years ago 

জি ভাই লেভেল-৩ এর প্রায় সব কিছু আয়ত্ব করেই লিখিত পরিক্ষা দিয়েছি।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এবিবি ইস্কুলে লেভেল-৩ এ আপনি খুবই সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন করেছেন। দেখে মনে হচ্ছে লেভেল-৩ তে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী লেভেল গুলোর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।দোয়া করবেন পরবর্তী লেভেল গুলো যেন ভালভাবে পাড় হতে পারি।

 2 years ago 

খুব ভালো লাগলো দেখে যে আপনি লেভেল 1 ও 2 পার হয়ে লেভেল 3 এর জন্য পরীক্ষা দিচ্ছেন এবং খুব সুন্দর ভাবে আপনার অর্জন উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন খুব দ্রুত বাকি লেভেলগুলো পার হয়ে যেতে পারেন।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ার জন্য।আর আমাকে উৎসাহ দেওয়ার জন্যও ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর যথাযথ ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। অনেক ভাল ছিল আপনার উপস্থাপনা টি। আশা করছি সামনের বাধা গুলো ও এভাবেই উতরে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন পরবর্তী ধাপগুলো পাড় হতে পারি।

 2 years ago 

মার্ক ডাউন এবং কিউ রেশন রেওয়ার্ড বন্টন এ দু'টি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় level3 এর ক্লাসে শেখানো হয়। ক্লাসটা আপনি বেশ ভালভাবে আয়ত্ত করতে পেয়েছেন। যার ফলে আপনার পোস্টটিতে বেশ ভালো হবে সবকিছু উপস্থাপন করতে পেরেছেন। পরবর্তী পর্বের জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জি ভাই লেভেল-৩ এর বিষয় গুলো ভালভাবে শিখে আজ লিখিত পরিক্ষা দিলাম।পড়ের পর্বগুলো যেন এভাবেই পাড় হতে পারি।

 2 years ago 

আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নিয়মিত নযন। এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে এবং আপনার এক্টিভিটিস থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন

 2 years ago 

জি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56758.93
ETH 3033.46
USDT 1.00
SBD 2.30