$GRND টোকেন দিয়ে SuperWalkএর NFT বাই করার অভিজ্ঞতা ////by ripon40

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • $GRND টোকেন দিয়ে SuperWalkএর NFT বাই করার অভিজ্ঞতা
  • ০৯, জানুয়ারি ,২০২৫
  • বৃহস্পতিবার




4BAcMbXZnLLKMhup8zh7w2pWg2mr8tygc18rdsnXvJ75GrsomdqzZr1YSwpVpLVbs9AHJnvF1zQFEANhEeMcV9jX8PfVztysE1s162eP2W3m9AmRMn9svLFq59zMqscxiYktTGbHeUL7nYYBiKTD7haqL8BNQ6EKbAwXhB5Ess3Uhu9JQXVRPHZt4MBGpGiKf7pHhnVouorJux1NUsLBhFY5bQS.png

banner credit:rex-sumon

সুপার ওয়ার্ল্ক অ্যাপসটি সম্পর্কে আমাদের কমিউনিটি থেকে জানতে পেরেছি। যেখানে হিউজ বড় একটি অ্যামাউন্ট এর প্রাইজ মানি রয়েছে। হাটাহাটি করার মাধ্যমে পুরস্কার জেতার সম্ভাবনা। বর্তমান আমরা হাটাহাটি খুবই কম করি। যেটা সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য ভালো দিক নয়। শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে হলে আমাদের হাটাহাটির প্রয়োজন রয়েছে। এই সুপার ওয়াল্ক অ্যাপসটি সেই সচেতনতাবোধ তৈরীর পাশাপাশি পুরস্কৃত করছে। আমি নিজেই হাঁটাহাঁটি কম করি। এই অ্যাপসটি যেদিন থেকে ডাউনলোড দিয়েছি তারপর থেকে হাঁটাহাঁটি পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। তাই শারীরিক দিক দিয়ে সুস্থ থাকতে হলে প্রতিদিন সকালে কিংবা বিকেলে হাঁটাহাঁটি করা খুবই প্রয়োজন। তাই আজকে $GRND টোকেন দিয়ে কিভাবে এনএফটি কিনেছি সেই বিষয়ের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব।

IMG_20250109_232021.jpg




প্রথমে Gate.io এক্সচেঞ্জ এ্যাপস যেটা আমার আগে ছিল না সুমন ভাইয়ের পোষ্টের মাধ্যমে জানতে পেরে ডাউনলোড দিয়েছি। যেহেতু $GRND টোকেনের মাধ্যমে NFT কেনা যায় তাই Gate.io এক্সচেঞ্জ থেকে $GRND টোকেন ১০ ডলারের সমপরিমাণ বাই নিয়েছিলাম।SuperWalk অ্যাপসের ওয়াললেট এড্রেস কপি করে নিয়ে এসে Gate.io এক্সচেঞ্জ এর উইথড্র অপশনে গিয়ে উইড্র করে নিলাম। এখানে একটি অভিজ্ঞতার কথা বলিGate.io এক্সচেঞ্জ অনেক সময় আপনাকে উইড্র দিতে ঝামেলা করবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে। যদিও অনেক প্রচেষ্টার পরে আমার উইথড্র সফল হয়েছি।

IMG_20250109_231155.jpg

IMG_20250109_231249.jpg

উইথড্র দেওয়ার পরে আপনাকে ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করতে হবে।SuperWalk ওয়াললেটে আপনি আপনার সেই NFT কেনার টোকেন দেখতে পাবেন। অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে এই এনএফটি কিনতে হয়। তারপর আপনাকে to spending ক্লিক করে wallet থেকে $GRND টোকেন গুলো নিয়ে নিতে হবে। SuperWalkএর অ্যাপসের হোম সাইডের প্রো মুডে গিয়ে NFT জুতা কিনতে পারবেন। সেখানে বিভিন্ন ভ্যালুর NFT রয়েছে।

IMG_20250109_231340.jpg

IMG_20250109_231416.jpg




যেহেতু আমার ওয়ালেটে $GRND টোকেন ছিল ১৩৮। তাই আমি সাত ডলার সম মূল্যের ১০১ $GRND দিয়ে একটি NFT জুতা পছন্দ করে কিনে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে ভালো মূল্যের NFT জুতা কিনে নিতে পারেন। পারফরমেন্স কেমন সেটাও সেখানে দেওয়া আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কিনার মাধ্যমে সেই বিষয়ে ভালোভাবে জানতে পারলাম।

IMG_20250109_231547.jpg

Screenshot_2025-01-09-18-26-42-320_com.peak.jpg

যখন আমার NFT জুতা কেনা কমপ্লিট হলো তখন একটা কাজই বাকি সেটা হলো হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা। আপনি স্বাভাবিকভাবে দৌড়াবেন এবং হাটাহাটি করবেন স্টেফ অর্জনের মাধ্যমে পয়েন্ট পেয়ে যাবেন। এটা কেনার পর সেই কাজটি আমি করে পরীক্ষা করেছি সেজন্য দুই পয়েন্ট দেওয়া হয়েছে। এর আগে যখন কিনা হয়েছিল না তখন শুধু স্টেপগুলো ক্লেইম করতাম। এখন যত হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করব ততই পয়েন্ট উঠবে এটাই হলো এখান থেকে আর্নিং করার মজার বিষয়। আশা করি আমার কেনার অভিজ্ঞতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা এখনো ষ কিনেন নাই কিনতে পারেন।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আমি নিজেও এই এপসটা ব্যবহার করছি বেশ কিছু দিন ধরে। তবে এনএফটি এখনো কেনা হয়নি। তবে আপনার কেনার অভিজ্ঞতা দেখে সত্যিই ভালো লাগলো। হয়তো আমিও কিনতে পারি।

 3 days ago 

Screenshot_2025-01-10-01-01-10-625_com.android.chrome.jpg

Screenshot_2025-01-10-00-57-44-094_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-01-10-00-57-04-595_com.twitter.android.jpg

Screenshot_2025-01-09-18-26-42-320_com.peak.jpg

 2 days ago 

বেশ কিছুদিন ধরে আমিও ওই অ্যাপসটি ব্যবহার করতেছি।তবে আমিও এখনো কোনো এন এফ টি কিনিনি তবে খুব শীঘ্রই এনএফটি কিনে নিবো।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত এন এফ টি কিনার প্রসেস টি শেয়ার করছেন।

 22 hours ago 

দেখে বেশ ভালো লাগল আপনিও এনএফটি স‍্যু কিনেছেন। আমিও কয়েকদিন আগে কিনেছি। এনএফটি স‍্যু super walk এ এক অন‍্যরকম ফিচারড। প্রসেস টা মোটামুটি সহজ। যদিও প্রথমবার মোটামুটি সমস‍্যায় পড়েছিলাম কিনতে গিয়ে।।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 94610.20
ETH 3289.77
SBD 6.70