You are viewing a single comment's thread from:
RE: রিশাদের জড়ে লংঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয় ।।
বাংলাদেশ ব্যাটিং নেমে ভালোই খেলছিল। ১০০ রানের পর অনেকগুলো উইকেটের পতন হয়। যেখানে দল অনেকটা প্রেসারে পড়ে যায় । সেই মুহূর্তে মুশফিক, মিরাজ ও রিশাদ যেভাবে খেলেছে দলকে বুঝতেই দেয়নি পেশারে আছে। ম্যাচটি ভালই উপভোগ করেছি আর এই রিশাদের পারফরম্যান্স অবিশ্বাস্য ছিল।
জী ভাই ১০০ থেকে ১৮০ মাত্র আশি রানে ৫ উইকেট নাই। পরে রিশাদের জন্য জিততে পেরেছে। ধন্যবাদ।