You are viewing a single comment's thread from:
RE: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আমার লেখা নতুন একটি কবিতা "প্রিয় রবি ঠাকুর"
তোমার কলমের কালিতে লেখা শত শত উপন্যাস গল্প,
পুরো সাহিত্য জুড়ে রয়েছো তুমি নয়তো তা অল্প।
তোমার পরশে বাংলা ভাষা আজও সম্মান,
মরমে মরমে লেখা বাঙালির অমর অমূল্য অবদান।
রবীন্দ্রনাথের যতগুলো উপন্যাস গল্প পড়েছি যেগুলোর মধ্যে রোমান্টিকতার ছোঁয়া রয়েছে সেগুলো আসলেই আমাকে বাস্তবতার দিকে নিয়ে গিয়েছে। মনে হয় সেই জগতে যদি আমি যেতে পারতাম খুবই ভালো লাগতো ।অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি ভালো লাগলো।