"মা" (Poem of my writing "Mother's")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- মা
- ০৩,জানুয়ারি ,২০২৩
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
প্রতিটা মানুষের জীবন বাস্তবতার শামিল। জীবনের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই চলার পথে পিছনের অতীত গল্প হয়ে থাকে। যেগুলো শুধুই স্মৃতি ঠিক তেমনি ছোটবেলার স্মৃতি বিজড়িত গল্প বা জীবনের ইতি যেগুলো কখনো ভুলবার নয়। পৃথিবীতে একমাত্র মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালবাসে। যত বড় বিপদ আপদ আসুক না কেন সকল বাধা মোকাবেলা করে তার সন্তানের জন্য সব কিছু করতে রাজি। যেটা জন্ম লগ্ন থেকে শুরু করে বেঁচে থাকা অব্দি মায়ের স্মৃতির কাছে পৃথিবীর সব স্মৃতি হার মানে। তাই মায়ের ভালোবাসার এবং মমত্ববোধের বিষয়টি উপলব্ধি করতে পেরেছি। মায়ের ভালোবাসার ছোট্ট বেলার স্মৃতি বিজড়িত সেই অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
মা
কাঁদি যখন মা,
তোমার মতো কেউ যে তখন
আদর করে না।
একা কাঁদি কেউ দেখে না
কেউ নেয় না খোঁজ।
তোমার মতো ভালোবাসা
কেউ দেয় না রোজ।
দুঃখ পেলে আমি মাগো
তুমি কাঁদো আগে।
আমার দুঃখে তোমার মাগো
অনেক কষ্ট লাগে।
বড় হয়ে তাই মা আমি
হবো ভালো ছেলে।
তোমার দুঃখ দূর করব
আমি চাকরি পেয়ে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
খানিকটা আবেগী হয়ে গেলাম আপনার কবিতার লাইনগুলো এবং বিষয়বস্তু দেখে, সচরাচর অনেকেই প্রেমের কবিতা লিখে থাকে , কিন্তু আজকের কবিতাটা যেমন ইউনিট ছিল ঠিক তেমনি ইমোশনাল ও বটে।
যেখানে মায়ের নিয়ে লেখা সেখানে আবেগী হওয়াটাই স্বাভাবিক পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসার মানুষ হল মা।
ভাইয়া মা কে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি মায়ের স্মৃতির কাছে সব স্মৃতি হার মানে। সন্তানের বিপদের কথা শুনলে একমাত্র মা ই ঝাপিয়ে পড়ে। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতা ছোট হলেও পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
একমাত্র মা পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবেসে থাকে যেটা আর কেউ এভাবে ভালোবাসে না।
আপনার কবিতাটি পড়ে মনটা জুড়িয়ে গেল। মাকে নিয়ে এমন কবিতা সত্যি খুবই ভালো লেগেছে আমার কাছে। সত্যি সকল বিপদ আপদ কাটিয়ে মা ই আমাদের আগলে রাখে। সেই দিনগুলো কখনো ভোলার না। মায়ের মত নিঃস্বার্থভাবে কেউ কখনো ভালবাসতে পারবে না। যে কেউ এই কবিতাটি পড়লে তার মনটা ভরে যাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা সবার মাঝে শেয়ার করার জন্য।
সকল বিপদ-আপদে মা সবচেয়ে বড় ভরসা সবসময় পাশে থাকে সন্তানকে সমর্থন করে যেটা এভাবে আর কেউ করে না। অন্যায় কেউ অনেকে সময় মাথা পেতে নেয়।
আপনি যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো আমার কাছে। কবিতার নাম পড়েই তো আমার মনটা জুড়িয়ে গেল।"মা"কবিতাটির নাম দেখেই ভালো লেগেছে।আপনার এই কবিতাটি আমি তিন থেকে চার বার পড়েছি তবুও মন ভরে নাই। শুধু বারবার পড়তে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটি কবিতা শেয়ার করার জন্য।
পৃথিবীতে সন্তানের কাছে বাজে কবি প্রিয় তার জীবনের নিঃস্বার্থ ভালোবাসার শ্রেষ্ঠ তম সবচেয়ে বড় পাওয়া।