আমার লেখা কবিতা " অজানার শূন্যতায় " (Poem of my writing "In the emptiness of the unknown")||by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- অজানার শূন্যতায়
- ১৭,ফেব্রুয়ারি ,২০২৫
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।
অজানার শূন্যতায়
সকল ইচ্ছা আকাঙ্ক্ষার ডানায় প্রাণ।
প্রশান্তির লগ্নে যা-ই,
সীমাহীন কষ্টের মাঝে কখন যে হারায়।
জীবনকে করে চলেছি সংগ্রামী বিপ্লবী।
তবুও বাঁধা বিপত্তি,
সতেজতার আড়ালে থেমে থাকে প্রশান্তি।
জীবনের প্রাপ্য কৃতিত্বটা সকলের আদর্শে।
হৃদয়ে জেগে আছে স্বপ্ন,
সকল লক্ষ্য বিমুখ পথে হেঁটে চলার প্রত্যয়।
নিস্তব্ধ নীরবে ভাবি সকল সুখের অনন্তে।
সুখের মাঝেই দুঃখের বাস,
সেই দুঃখের আগমনে সুখের এতো প্রাপ্তি।
নিজেকে হাসায় নিজেকে কাঁদায়।
আজও মুক্তির বার্তায়,
নিজেকে হারিয়ে ফেলি অজানার শূন্যতায়।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
কবিতার নামটা যেমন সুন্দর তেমনই কবিতার লাইনগুলোও খুব সুন্দর। আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে কবিতাটা লিখেছেন। দারুন ছিল আপনার আজকের কবিতাটা। কবিতার মূলভাবটা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আমার কাছে অনেক ভালো লাগে আপনার লেখা কবিতা গুলো। আজকে অনেক সুন্দর করে আপনি " অজানার শূন্যতায় "কবিতাটা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই কবিতাটা লেখার টপিক অনেক সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে লিখেছেন পুরোটা।
অনেক সুন্দর একটা কবিতা পড়লাম। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার এই কবিতার সবগুলো লাইন। বিভিন্ন রকম টপিক নিয়ে এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো লেখা হলে পড়তে খুব ভালো লাগে। সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ
বাহ ভাইয়া খুব চমৎকার একটি কবিতা লিখেছেন তো আপনি।অজানার শূন্যতায় কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। সুন্দর অনুভূতি এবং অসাধারণ ভাষা দিয়ে কবিতাটি প্রতিটি লাইন আপনি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।